কাজল ও অজয় দেবগণের মধ্যে গড়ে ওঠা সম্পর্কটা এতটাও হজ ছিল না। প্রথম দিকে এই জুটির পাশে দাঁড়ায়নি কেউই।
কেবল নিজের জেদ ও ভালোবাসার বশেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কাজল।
আজও এই জুটি এক কথায় বলতে গেলে পাওয়ার কপিল। তাঁদের এক সঙ্গে পর্দায় ভক্তরা পেয়েছে বহুবার।
তবে প্রেমের পর খুব বেশি সময় নেননি কাজল বিয়ের সিদ্ধান্ত নেওয়ার জন্য়। কেরিয়ারের মধ্যগগণেই বিয়ে সেরেছিলেন কাজল।
তখন তাঁর ও অজয়ের হাতে নতুন ছবির প্রস্তাব। দিল কেয়া কারে, জুটির বিয়ের পর এটাই ছিল প্রথম ছবি।
লোকেশন ছিল কাশ্মীর। কাজলের এই প্রথম কাশ্মীর ভ্রমণ। সেই ছবির অভিজ্ঞতা আজও ভোলেননি তিনি।
ছবির ২১ বছর পরও তরতাজা স্মৃতি। সোশ্যাল মিডিয়ার পাতায় ছবি শেয়ার করে কাজল লেখেন,পার্ফেক্ট লোকেশন রোম্যান্সের জন্য।
ছবির গল্পও ছিল ততটাই মন কাড়া। এরপর আর কাজলের কাশ্মীর যাওয়া হয়নি। সেই প্রথম সেই শেষ।
Jayita Chandra