অজয় দেবগণের সঙ্গে সইফ আলি খান শেষ ছবি করেছেন তানাজি। তানাজি ছবি অজয়ের কেরিয়ারে ১০০ তম ছবি।
তাই এই ছবি নিয়ে গোটা টিমের বেজায় উত্তেজনা ছিল চরমে। কিন্তু এমনই সময় ছবির কাস্ট সইফের ওপর বিমুখ কাজল।
ছবির প্রমোশনে এসে তেমনটাই জানিয়েছিলেন কাজল। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে একটি পোস্টও করেন অজয় ঘরণী।
সইফের সঙ্গে তাঁর সম্পর্ক কতটা ভালো বা খারাপ সেই বিতর্কে না গিয়ে কাজল সাফ জানিয়ে দেন সইফ ঠকিয়েছে অজয়কে।
একবার নয় দু দু বার। ঠিভাবে, খোলসা করে জানালেন, এই দুই অভিনেতার অভিনীত ছবি ওমকারা। সেখানে সইফ অজয়কে ঠকায়।
আবার একইভাবে ছবির প্রমোশনে উপস্থিত থাকলেন না সইফ। তখন তিনি সইজারল্যান্ডে ঘুরতে গিয়েছিলেন করিনা ও তৈমুরকে নিয়ে।
যার ফলে উপস্থিত থাকা সম্ভব হয়ে ওঠেনি প্রমোশনে। এই প্রসঙ্গেই মজার ছলে সইফকে ঠুকেছিলেন কাজল। যা মুহূর্তে নজর কাড়ে সকলের।
Jayita Chandra