মান্ডি থেকে রওনা দিলেন কঙ্গনা, কুইনও কি পড়তে চলেছেন কোয়ারেন্টাইনের কোপে, তরজা তুঙ্গে

কঙ্গনা রানাওয়াত এক কথায় মানুষ। যেমন কথা ঠিক তেমনই কাজ। ৯ সেপ্টেম্বর তিনি হাজির হবেন মুম্বইতে এমনটাই জানিয়ে ছিলেন। বলেছিলেন ক্ষমতা থাকলে আটকে দেখান। বুধবার সকালেই মান্ডি থেকে রওনা দিলেন কঙ্গনা...

Jayita Chandra | Published : Sep 9, 2020 10:49 AM
19
মান্ডি থেকে রওনা দিলেন কঙ্গনা, কুইনও কি পড়তে চলেছেন কোয়ারেন্টাইনের কোপে, তরজা তুঙ্গে

মান্ডি থেকে রওনা দিয়েছেন কঙ্গনা রানাওয়াত। ইতিমধ্যেই তিনি বেড়িয়ে পড়েছেন বাড়ি থেকে। 

29

মাঝ পথে নেমে পুজো দেন কঙ্গনা। তাঁকে মুম্বইতে ছুকতে দেওয়া নিয়ে গত কয়েকদিনে একাধিক বিতর্কের সৃষ্টি হয়েছে। 

39

পরিস্থিতির নিজে নজর দিয়ে কেন্দ্রের পক্ষ থেকে দেওয়া হয়েছে কঙ্গনাকে ওয়াই সিকিউরিটি। 

49

বুধবার সকাল সকাল বাড়ি ছাড়লেন কঙ্গনা, আসছেন তিনি বান্দ্রার বাড়িতে। কিন্তু এরই মাঝে তরজা তুঙ্গে। 

59

বুধবার সকালেই বাড়িয়ে দেওয়া হয়েছে কঙ্গনার  অফিসের সিকিউরিটি। ইতিমধ্যেই তিনি বেশ কিছুটা রাস্তা চলে এসেছেন। 

69

কিছুক্ষণের মধ্যেই তিনি পৌঁচ্ছে যাবেন চন্ডীগড়, সেখান থেকেই ফ্লাইটে মুম্বই। 

79

বুধবার দুপুরের মধ্যেই কঙঅগনা প্রবেশ করে, ফলে কুইনকে তো আটকানো গেল না। তবে কি নয়া ফাঁদ পাতবে মুম্বইয়ের বিএমসি!

89

মুম্বইতে ঢুকতেই কী কঙ্গনাকে পাঠিয়ে দেওয়া হবে কোয়ারেন্টাইনে উঠছে প্রশ্ন।

99

ইতিমধ্যেই কঙ্গনার অফিসে লেগেছে নোটিশ। যা নিয়ে বেজায় শুরু হয়েছে বিতর্ক। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos