ঠিক ১০টায় জেলে হাজিরা, রিয়াকে ঘিরে প্রস্তুতি তুঙ্গে, একই সঙ্গে জেলের পথে শৌভিক-স্যামুয়েল

Published : Sep 09, 2020, 09:55 AM ISTUpdated : Sep 09, 2020, 10:01 AM IST

জেলের পথে রিয়া চক্রবর্তী। মঙ্গলবারই পাল্টে গেল চেনা ছক। পর পর দুদিন জেরার পর বাড়ি ফিরেছিলেন রিয়া চক্রবর্তী। কিন্তু মঙ্গলবার বাড়ি ফেরা হল না রিয়ার। এদিন দুপুরেই  রিয়ার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ে। বুধবার সকালেই রিয়ার জেল হেফাজত, ব্যস্ততা তুঙ্গে রিয়ার উকিলের। 

PREV
18
ঠিক ১০টায় জেলে হাজিরা, রিয়াকে ঘিরে প্রস্তুতি তুঙ্গে, একই সঙ্গে জেলের পথে শৌভিক-স্যামুয়েল

বাইকুল্লা জেলই হতে চলেছে রিয়ার আগামী ১৩ দিনের ঠিকানা। বুধবার সকালেই তাঁকে নিয়ে যাওয়ার প্রস্তুতি তুঙ্গে।

28

এদিন আবারও রিয়ার উকিল মানসিন্দে চেষ্টা করবেন বেল করানোর। বেলা ১১টায় আবারও আদালতে হাজির হলেন মানসিন্দে। 

38

কিন্তু তার আগেই জেলে ঢুকিয়ে দেওয়া হবে রিয়া চক্রবর্তীকে। কেবল তিনিই নন, এদিন শৌভিক, মিরান্ডা ও দীপেশকেও জেলে পাঠানো হচ্ছে।

48

মঙ্গলবার রাতেই জামিনের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু রিয়ার নামে যে যে ধারায় অভিযোগ তাতে সাধারণত বেল পাওয়া কষ্টসাধ্য। 

58

এনসিবি-র অফিস থেকে বাইকুল্লা জেল মাত্র পাঁচ কিলোমিটারের দূরে। এক সঙ্গেই সকলকে নিয়ে যাওয়া হবে, চলছে তারই প্রস্তুতি। 

68

ড্রাগ রিয়া নেন না, কিন্তু তার বদলে রিয়া যা যা স্বীকার করেছেন, তা এক কথায় আরও বেশি ভয়াবহ। 

78

তিনি মাদক পাচার করতেন, তা থেকে আয় করতেন, কিনতেন। মাদক সরবরাহের সঙ্গে যুক্ত থাকার ফলেই মিলছে না জামিন। 

88

যদিও চেষ্টা বন্ধ করতে নারাজ মানসিন্দে। ইতিমধ্যেই তিনি একাধিক জায়গায় করা বলেছেন। বুধবার সকালেও তিনি রিয়ার সঙ্গে কথা বলার চেষ্টা করেন। যদিও তা ব্যর্থ হয়।

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories