'অভিষেককে যদি ঝুলন্ত অবস্থায় পেতেন, এভাবে বলতে পারতেন', জয়াকে তোপ কঙ্গনার

Published : Sep 15, 2020, 04:00 PM IST

কঙ্গনার তোপের মুখে এবার জয়া বচ্চন। বলিউডকে বদনাম করা হচ্ছে। কিছু স্টার বলিউডকে নিয়ে নানা কথা সমালোচনা করে চলেছে। যাতে বলিউডের অম্মান হয়। তা সহ্য করতে নারাজ ছিলেন জয়া বচ্চন। মুখ খুলতেই এ কী বললেন কঙ্গনা। 

PREV
18
'অভিষেককে যদি ঝুলন্ত অবস্থায় পেতেন, এভাবে বলতে পারতেন', জয়াকে তোপ কঙ্গনার

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বলিউড নিয়ে বিস্ফোরক কঙ্গনা রানাওয়া। এবার তোপ দাগলেন জয়া বচ্চনকে। 

28

কঙ্গনা রানাওয়াতের সঙ্গে মহারাষ্ট্র সরকারের বিবাদ বেশ কিছুদিন ধরেই স্পষ্ট হয়ে গিয়েছে। এরপর আরও মাথাচারা দিয়ে ওঠে মাদকচক্র প্রসঙ্গে। 

38

পার্লামেন্টে দাঁড়িয়ে এই প্রসঙ্গে মুখ খুলতে বাধ্য হন জয়া বচ্চন। তিনি জানান, বলিউডের সঙ্গে হাজার হাজার মানুষের রুজি-রুটি জড়িয়ে থাকার প্রসঙ্গের কথা। 

48

জানালেন, যে বা যাঁরা এই কুৎসা রটাচ্ছেন, তাঁরা মুহূর্তে তা বন্ধ করুন। সরকার যেন তাঁদের ব্যবস্থা নেয়। 

58

এই মন্তব্য ছড়িয়ে পড়ার পরই নেট দুনিয়ায় সরব হলেন কঙ্গনা রানাওয়াত। জানালেন যদি একইভাবে জয়ার কন্যা শ্বেতাকে ছোটবেলায় সমস্যার সন্মুখীন হতে হত!

 

68

যদি বুলিং ও হ্যারাসমেন্টের জন্য অভিষেক বচ্চনকে একদিন ঝুলন্ত অবস্থায় পাওয়া যেত, সেদিনও কী এমনই মন্তব্য করতেন জয়া বচ্চন। 

78

সব দিক বিচার করেই যেন তিনি তাঁর মন্তব্য করেন বলে জানান কঙ্গনা। কঙ্গনার এই বিস্ফোরক মন্তব্য মুহূর্তে ভাইরাল হয়ে ওঠে নেট পাড়ায়। 

88

কঙ্গনার এই টুইট মুহূর্তে ছড়িয়ে পড়ে, একের পর এক সেলেব মন্তব্যও করতে থাকেন, পাল্টা তোপের মুখে কঙ্গনাও।

click me!

Recommended Stories