মধ্যরাতেই মায়ের সঙ্গে শেষ কথা, ছবির সেটে যাওয়ার তাড়া, শ্রীকে আর আসছি বলা হয়নি জাহ্নবীর

Published : Sep 15, 2020, 02:23 PM IST

এভাবে এত তাড়াতাড়ি শ্রীদেবী সকলকে ছেড়ে চলে যাবেন, তা ভুলেও কেউ কল্পনা করতে পারেনি। ঠিক তেমনটাই অন্ধকারে ছিলেন শ্রীদেবী কন্যা জাহ্নবী। দুবাইয়ে পাড়ি দেওয়ার আগে তাই মায়ের সঙ্গে শেষ দেখাটাও করে আসার সময় হয়নি তাঁর, শেষ কী কথা হয়েছিল তাঁর শ্রীদেবীর সঙ্গে...

PREV
18
মধ্যরাতেই মায়ের সঙ্গে শেষ কথা, ছবির সেটে যাওয়ার তাড়া, শ্রীকে আর আসছি বলা হয়নি জাহ্নবীর


জাহ্নবীর প্রথম ছবি, ফলে তাঁর ব্যস্ততা তখন তুঙ্গে। নিয়ম কের ঘড়ি ধরেই সেটে হাজির হতে হবে। 

28

শ্রীদেবী দুবাইয়ে পাড়ি দেওয়ার আগের রাতের ঘটনা। জাহ্নবীর তাঁর মাকে ডাকতে গিয়েছিলেন তাঁর কাছে একটু থাকার জন্য়।

38

সাধারণত জাহ্নবীর কথায়, বাড়িতে ফ্রি থাকলে শ্রীদেবী তাঁকে খাইয়েও দিতেন। কিন্তু সেদিন জাহ্নবীর অনুরোধ রাখতে পারেননি শ্রীদেবী। 

48

দুবাইতে বিয়ে বাড়ি, তাই খুব যত্ন নিয়েই ব্যাগ গোচ্ছাতে ব্যস্ত ছিলেন শ্রীদেবী। 

58

জাহ্নবীকে তিনি শুয়ে পড়তে বলেন। জাহ্নবীর পরের দিন শ্যুট, তাই আর মায়ের জন্য অপেক্ষা করেননি তিনি।

68

মধ্যরাতে চোখে তখন জাহ্নবীর ঘুম, অনুভব করেন মা এসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। 

78

জাহ্নবী এরপর ঘুমিয়ে পড়েন। পরের দিন সকালে উঠেই তড়িঘড়ি তৈরি হয়ে শ্যুটিং সেটের পথে পা রাড়ালেন জাহ্নবী। ব্যস্ততার খাতিরে মাকে আসছি বলাও হয়নি।

88

এই শেষ, এক সাক্ষাৎকারে মায়ের সঙ্গে শেষ বলা কথা নিয়ে মুখ খুলে সকলকে জানিয়েছিলেন জাহ্নবী। 

click me!

Recommended Stories