২০১৯ থেকেই থালাইভি ছবির কাজ নিয়ে ব্যস্ত থিলেন কঙ্গনা রানাওয়াত। লকডাউনের কোপে পড়ে সেই কাজ বেশ কিছুটা পিছিয়য়ে যায়।
এবার সেই কাজের দিকে নজর দিয়েই তড়িঘড়ি শ্যুটিং শেষ করলেন কঙ্গনা রানাওয়াত। বর্তমানে পোস্ট প্রোডাকশনের কাজ চলছে।
বহু প্রতিক্ষিত এই ছবি আগামী বছরই পর্দায় আসছে। এবার কঙ্গনা রানাওয়াত হাত দিলেন তাঁর পরবর্তী ছবিতে।
ছবির নাম তেজাস। এই ছবিতে এক ফাইটার পাইলটের ভুমিকাতে দেখা যাবে কঙ্গনা রানাওয়াতকে, যিনি দেশের হয়ে যুদ্ধ বিমান চালান।
এই ছবির শ্যুটের জন্য নানা জায়গায় বিভিন্ন পার্মিশনের প্রয়োজন পড়বে। আর্মি এড়িয়াতে সমস্যা যাতে না হয় তাই এবার তৎপর কঙ্গনা।
দেখা করে নিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-এর সঙ্গে। সেখানেই চলল কথাবার্তা।
দীর্ঘক্ষণ বৈঠক করে ছবির বিস্তারিত জানান কঙ্গনা। রাজনাথ সিং-এর পার্মিশন নিয়েই এবার নতুন পথ চলা শুরু কঙ্গনা রানাওয়াতের।
চলতী মাসের শেষেই শুরু হবে ছবির শ্যুটিং। তাই এখন বিভিন্ন দিক গুছিয়ে নেওয়ার পালা। সব ঠিক থাকলে আগামী বছরের শেষেই মুক্তি পেতে পারে এই ছবি।
Jayita Chandra