থালাইভির কাজ শেষ হতেই প্রতিরক্ষামন্ত্রীর দরবারে কঙ্গনা, বিশেষ কী কথপোকথন চলল অন্দরমহলে
চলতি বছরে নানা ঝড় কাটিয়ে আবারও মূল স্রোতে কঙ্গনা রানাওয়াত। একের পর এক ভাইরাল হওয়া খবরের শিিরোনামে উঠে এসেছিল তাঁর নাম। এবার বছর শেষে প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে দেখা করে আবারও আলোচনার কেন্দ্রে তিনি।