Kangana Ranaut : গোপনে চলছে প্রেম, ৫ বছরের মধ্যে মা হতে চান, সংসারের প্ল্যান ফাঁস কঙ্গনার

কঙ্গনা রানাওয়াত মানেই কন্ট্রোভার্সি। বিতর্ক যেন কখনওই তার পিছু ছাড়ছে না । একের পর এক নয়া বিতর্কে বারেবারেই শিরোনামে উঠে আসছেন কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা রানাউত। সম্প্রতি জোড়া সম্মান এসেছে ঝুলিতে। একদিকে চতুর্থ জাতীয় চলচ্চিত্র পুরস্কার অন্যদিকে পদ্মশ্রী সম্মান গ্রহণ করেছেন। সময়টা যে খুবই ভাল যাচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না। এবার ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন কঙ্গনা। আগামী ৫ বছরের মধ্যে মা হওয়ার ইচ্ছেও প্রকাশ করলেন বলিউডের কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা রানাউত। 

Riya Das | Published : Nov 11, 2021 11:09 AM / Updated: Nov 11 2021, 11:11 AM IST
19
Kangana Ranaut : গোপনে চলছে প্রেম, ৫ বছরের মধ্যে মা হতে চান, সংসারের প্ল্যান ফাঁস কঙ্গনার


বলিউডের প্রথমসারির অভিনেত্রীর মধ্যে সর্বদাই অনেকের থেকে এগিয়ে রয়েছে কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)।বলিউডে কোনও গডফাদার না থাকলেও সম্পূর্ণ নিজের দক্ষতায় তিনি বি-টাউনে নিজের জায়গা পাকিয়ে নিয়েছেন।

29

কঙ্গনা রানাওয়াত মানেই কন্ট্রোভার্সি। বিতর্ক যেন কখনওই তার পিছু ছাড়ছে না । একের পর এক নয়া বিতর্কে বারেবারেই শিরোনামে উঠে আসছেন কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। সম্প্রতি জোড়া সম্মান এসেছে ঝুলিতে। একদিকে চতুর্থ জাতীয় চলচ্চিত্র পুরস্কার অন্যদিকে পদ্মশ্রী সম্মান গ্রহণ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছ থেকে। 

39

সময়টা যে খুবই ভাল যাচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না। তবে শুধু পেশাগত সাফল্য নয়, ব্যক্তিগত জীবনেও ভীষণ খুশি রয়েছেন কঙ্গনা রানাওয়াত(Kangana Ranaut) । এবার নিজের ব্যক্তিগত জীবন নিয়ে  প্রথমসারির সংবাদমাধ্যমে মুখ খুললেন কঙ্গনা।

49

প্রথম সারির সংবাদমাধ্যমে কঙ্গনাকে প্রশ্ন করা হয়েছিল আগামী ৫ বছর তার কী কী পরিকল্পনা রয়েছে। তার উত্তরে ৩৪ বছরের কঙ্গনা (Kangana Ranaut) জানান, 'আমি শীঘ্রই বিয়ে করতে চাই এবং সন্তানের মা হতে চাই। যা শুনে সকলেই রীতিমতো চমকে গেছেন'।

59

কঙ্গনা (Kangana Ranaut) আরও বলেন, আর ৫ বছর পর নিজেকে একজন মা হিসেবে , একজন স্ত্রী হিসেবে এবং অবশ্যই একজন ব্যক্তি হিসেবে দেখব যে নিউ ইন্ডিয়ার যা ভাবনা তা বাস্তবায়িত করার জন্য যথাসাধ্য যোগদান দিচ্ছে।

69

কঙ্গনার  (Kangana Ranaut) সংসারের প্ল্যান যে ইতিমধ্যেই হয়ে গেছে, তা সকলেই বুঝে গেছেন। তবে কি  মা হওয়ার জন্যও পরিকল্পনা শুরু করে দিয়েছেন কঙ্গনা। প্রশ্নের জবাবে হ্যাঁ বলেছেন অভিনেত্রী। তারপর থেকেই জল্পনা শুরু হয়েছে।

79

সরাসরি প্রেমের কথা না বললেও কথার ইঙ্গিতে কঙ্গনা বুঝিয়ে দিয়েছেন তিনি প্রেম করছেন এবং সঙ্গীর প্রসঙ্গ উঠতেই কঙ্গনা (Kangana Ranaut)  জানান, খুব শীঘ্রই সবটা জানতে পারবেন।

89


কঙ্গনা (Kangana Ranaut) প্রেমের প্রসঙ্গে আরও বলেন, নতুন সম্পর্কে দারুণ খুশি তিনি। এবং এতটা ভাল আছেন বলেই জীবনের পরবর্তী ধাপ, পরিবার নিয়ে পরিকল্পনা সেরে ফেলেছেন কঙ্গনা রানাওয়াত। তবে এখনই পুরোটা বলতে রাজি নন বলিউডের কন্ট্রোভার্সি কুইন।

99


ফ্যাশন (Fashion) ছবিতে নিজের কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন অভিনেত্রী।  এই ছবির জন্যই প্রথম সাপোর্টিং অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছিলেন কঙ্গনা (Kangana Ranaut)।আগেও তিনটি জাতীয় পুরস্কার এবং ২০২০ সালে পদ্মশ্রী পুরষ্কারে সম্মানিত হয়েছেন কঙ্গনা।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos