হলিউড সেনসেশন জেনিফার লোপেজ ও 'ওয়াকা ওয়াকা' খ্যাত তারকা শাকিরা, পিটবুলের মতো সেলিব্রিটির পর এবার ফিফা বিশ্বকাপে নেচে মঞ্চ কাঁপাতে চলেছেন মরোক্কোন সুন্দরী নোরা ফতেহি। সূত্র থেকে আরও জানা গেছে, কাতার বিশ্বকাপ উপলক্ষ্যে নোরার জন্য গান তৈরি করেছে 'রেড ওয়ান'। যারা ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের থিম সং শাকিরার 'ওয়াকা ওয়াকা' তৈরি করেছিলেন এবং গানও প্রযোজনা করেছিলেন। জেনিফার লোপেজও ২০১৪ সালে ওলে ওলা গানটি বিশ্বকাপের অফিশিয়াল গানটি গেয়েছিলেন। এরপর 'লা লা লা' গানটিও প্রযোজনা করেছিল 'রেড ওয়ান'।