'হৃত্বিকের জন্যই সুশান্তের ছবির অফার ফিরিয়েছিল কঙ্গনা', বিস্ফোরক বয়ান অভিনেত্রীর

সুশান্তের মৃত্যুর পর একের এক বোমা ফাটাচ্ছেন বলিউডের কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা রানাউত। এবার সুশান্তকে নিয়ে নিজের বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী। স্ক্রিপ্টও তৈরি ছিল। শুধুমাত্র হৃত্বিকের জন্যই নাকি সুশান্তের সঙ্গে ছবিটা আর করা হল না কঙ্গনার। এমনই বিস্ফোরক মন্তব্য করে ফের হৃত্বিক রোশনের সঙ্গে বিতর্কে জড়িয়েছেন বলিউডের কুইন কঙ্গনা।

Riya Das | Published : Jul 25, 2020 9:52 AM / Updated: Jul 25 2020, 01:13 PM IST
112
'হৃত্বিকের জন্যই সুশান্তের ছবির অফার ফিরিয়েছিল কঙ্গনা', বিস্ফোরক বয়ান অভিনেত্রীর

সুশান্ত সিং রাজপুতকে নিয়ে তোলপাড়  চলছে গোটা বিশ্ব সহ সোশ্যাল মিডিয়া।  তার মৃত্যুর পর একের এক বোমা ফাটাচ্ছেন বলিউডের কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা রানাউত। 

212

সুশান্তের মৃত্যু আত্মহত্যা নাকি খুন এর দাবি তুলেছিলেন কঙ্গনা।তার মৃত্যুর পর থেকেই স্বজনপোষণ নিয়ে জোর জল্পনা দানা বেঁধেছে বি-টাউনের অন্দরে।

312

প্রথম সারির বেশ কয়েকজনের নাম তিনিই প্রথম প্রকাশ্যে এনেছিলেন। 

412

সম্প্রতি এক সাক্ষাৎকারে কঙ্গনা জানিয়েছেন, হৃত্বিকের জন্যই নাকি সুশান্তের সঙ্গে অভিনয়টা তার আর করা হয়ে ওঠেনি।

512

হৃত্বিকের কারণেই ফিরিয়ে দিতে হয়েছিল ছবির অফারও।

612

কঙ্গনা জানিয়েছেন, সালটা ২০১৭। হোমি আদাজানিয়া তাকে এবংসুশান্তকে নিয়ে একটি আদ্যোপান্ত রোম্যান্টিক ছবি করার পরিকল্পনা করেছিল। কিন্তু কঙ্গনাকে সেই ছবির অফার ফিরিয়ে দিতে হয়েছিল। কারণ সেই সময়েই হৃত্বিকের সঙ্গে আইনি সমস্যায় ফেঁসে ছিলেন তিনি।

712

আজও কঙ্গনা সেদিনের কথা ভুলতে পারেননি, যেদিন পরিচালক কঙ্গনাকে স্ক্রিপ্ট শোনার জন্য অফিসে ডেকে পাঠিয়েছিল।

812

বাড়ি থেকে বেরানোর সময়ই হাতে আসে হৃত্বিকের পাঠানো আইনি নোটিশ।

912

ওই চিঠি পাওয়ার পরই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন কঙ্গনা। তাকে অপরাধী বলে উল্লেখ করা হয়েছিল।

1012

তবে পরিচালকের স্ক্রিপ্ট তিনি শুনেছিলেন ঠিকই কিন্তু মনটা ছিল না। সেই গোটা বছরটাতে বিভিন্ন কর্মকান্ডের সঙ্গে জড়িয়ে গিয়ে ভাটা পড়েছিল কুইনের কেরিয়ার।

1112

আর সেকারণে কোনও ছবিতে সেইবছর আর সাইন করেননি কঙ্গনা। সেই আফসোস আজও যায়নি কঙ্গনার মন থেকে।

1212

 যদি তিনি সেদিন সুশান্তের সঙ্গে স্ক্রিন শেয়ার করতেন তাহলে সুশান্তের সঙ্গে তার যেমন বন্ধুত্বও হতো, তেমনি অভিনেতার কঠিন সময়ে তিনি সাহায্যও করতে পারতেন।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos