মাঝরাতে গুলির তান্ডব, মুম্বই থেকেই হামলার ছক কষছে দুস্কৃতিরা, দাবি কঙ্গনার

Published : Aug 02, 2020, 08:44 AM IST

 'এটা আত্মহত্যা নয়, এটা পরিকল্পিত খুন'।  সুশান্তের মৃত্যুর পরই এই অভিযোগ এনে চাঞ্চল্য ফেলে  দিয়েছিলেন বি-টাউনে। শুধু তাই নয় সুশান্তের মৃত্যুর পর একের এক বোমা ফাটাচ্ছেন বলিউডের কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা রানাউত।  তার মৃত্যুর পর থেকেই স্বজনপোষণ নিয়ে জোর জল্পনা দানা বেঁধেছে বি-টাউনের অন্দরে। প্রথম সারির বেশ কয়েকজনের নাম তিনিই প্রথম প্রকাশ্যে এনেছিলেন। এবার নিজের বাড়িতেই হামলার শিকার হয়েছেন কঙ্গনা। মাঝরাতে চলছে একের পর এক গুলি।  তবে কি সুশান্তের  মৃত্যুর ঘটনায়া প্রভাবশালীদের বিরুদ্ধে মুখ খোলায় তিনি রোষের মুখে পড়েছেন, ক্রমশ  বাড়ছে জল্পনা।  

PREV
110
মাঝরাতে গুলির তান্ডব, মুম্বই থেকেই হামলার ছক কষছে দুস্কৃতিরা, দাবি কঙ্গনার

রাত প্রায় সাড়ে ১১ টা বাজে। হঠাৎই বাড়ির সামনে একের পর এক গুলির আওয়াজ। তখন নিজের বেডরুমে ছিলেন কঙ্গনা।

210

কঙ্গনা জানিয়েছেন, মাঝরাতে তার বাড়ির সামনে হামলা করেছে দুস্কৃতীরা। প্রথমে গুলির আওয়াজ পেয়ে নিরাপত্তারক্ষীকে ডেকে পাঠিয়ে বিষয়টা দেখতে বলেন কঙ্গনা। 

310

তারপরই ৮ সেকেন্ডের মধ্যে পরপর গুলুর আওয়াজ শুনতে পান কঙ্গনা। আর সেটা নাকি কঙ্গনার বেডরুমের পাঁচিলের ওপারেই হয়েছে। 

410

তিনি জানিয়েছেন,  ঘরের সামনে একটি সুইমিংপুল ও আপেল বাগান রয়েছে। প্রথমে নিরাপত্তারক্ষী গুলির আওয়াজকে পটকা বলে ভেবেছিলেন। কিন্তু সেটা আদতেও পটকা নয় গুলি বলে জানিয়েছেন অভিনেত্রী।

510

তারপরই থানায় ফোন করেন অভিনেত্রী। পুলিশকর্মী বলেন কেউ হয়তো বাদুড় মারার চেষ্টা চালাচ্ছ আপেল বাগান থেকে। তখন খানিকটা আশ্বস্ত হন কঙ্গনা।

610

কিন্তু আপেল বাগানের মালিক যখন জিজ্ঞাসা করা হয়, তখন তার কথা শুনে সন্দেহ আরও জোড়ালো হয়েছে। এর আগে এমন কোনওদিনই হয়নি তার বাড়ির সামনে বলে জানিয়েছেন কঙ্গনা।

710

কঙ্গনার সন্দেহ, সুশান্তের মৃত্যুর ঘটনায় প্রভাবশালীদের বিরুদ্ধে মুখ খোলায় তিনি রোষের মুখে পড়েছেন। মুম্বই থেকেই তার উপর হামলার ছক কষছে প্রভাবশালী ব্যক্তিরা। আর মুম্বইতে না থাকার কারণেই মানালিতে তার উপর হামলা চালিয়েছে।

810


কয়েকদিন আগেই কঙ্গনা দাবি করেছেন, আমাকেও যদি ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়, জানবেন যে আমি আত্মহত্যা করিনি। এই মন্তব্য প্রকাশ্যে আসার পরই জোর জল্পনা শুরু হয়েছে বি-টাউনে।

910


কয়েকদিন আগেই কঙ্গনা দাবি করেছেন, আমাকেও যদি ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়, জানবেন যে আমি আত্মহত্যা করিনি। এই মন্তব্য প্রকাশ্যে আসার পরই জোর জল্পনা শুরু হয়েছে বি-টাউনে।

1010


সুশান্তের মৃত্যুর পর থেকেই একের পর  এক টুইট করে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন কঙ্গনা রানাউত। সম্প্রতি মুখ্যমন্ত্রীর ছেলের বিরুদ্ধে মুখ খোলার জন্যও এমনটা ঘটেছে বলে তিনি মনে করেন।

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories