আরো এক স্টারকিড নিয়ে বলিউডে হাজির করণ জোহার, সঞ্জয় কন্যা সান্যায়ার হটলুকে বুঁদ নেটমহল
নেপোটিজম নিয়ে একাধিকবার বিতর্কের তুঙ্গে এসেছে পরিচালক তথা প্রযোজক করণ জোহারের নাম। যার মধ্যে অন্যতম কারণ হল স্টার কিডদের নিয়ে কাজ করা। মহেশ কন্যা থেকে শুরু করে চাঙ্কি পান্ডে কন্যা, শ্রীদেবী কন্যাকে তিনিই হাতে ধরে নিয়ে এসেছেন বলিউডে। এবার পালা কার!