অস্কার মনোনয়ন তালিকা ঘোষণা করতে কত লাখ খরচ প্রিয়ঙ্কার, জামা-জুতো-ঘড়ির দাম শুনে চক্ষু চরক গাছ

Published : Mar 22, 2021, 02:17 PM IST

ফ্যাশন দুনিয়ায় বরাবরই নজর কেড়ে থাকেন প্রিয়ঙ্কা চোপড়া। কখনও তার নানা মজার পোশাক, কখনও আবার ভাইরাল হয়ে ওঠে প্রিয়ঙ্কার স্টানিং আউট ফিটের ছবি। তবে পোশাক নির্বাচন যাই হোক না কেন, তার দাম যে আকাশ ছোঁয়া তা বলাই বাহুল্য। 

PREV
19
অস্কার মনোনয়ন তালিকা ঘোষণা করতে কত লাখ খরচ প্রিয়ঙ্কার, জামা-জুতো-ঘড়ির দাম শুনে চক্ষু চরক গাছ

প্রিয়ঙ্কা চোপড়া বরাবরই তার পোশাক নিয়ে নানা এক্সপেরিমেন্ট করতে পছন্দ করেন। 

29

তবে দামের দিকে লক্ষ্য রাখলে বোঝাই যায়, এক একটি পোশাকের পেছনে ঠিক কতটা খরচ করে থাকেন প্রিয়ঙ্কা। 

39

পিগি চপস বরাবরই সৌখিন। বাছাই করা জিনিসই তাঁর পছন্দের। আর ইন্টারন্যাশন ফিগার বলেও কথা। 

49

তাই পোশাক নিয়ে চর্চায় থাকতে পছন্দ করে এই অভিনেত্রী অস্কার মনোনয়ন ঘোষণার সময় যে বিশেষ কিছু পরবে, তা স্বাভাবিক। 

59

এর জন্য আগে থেকেই করেছিলেন প্ল্যানিং। নীল পোশাক হাতে ঘডড়ি, সঙ্গে গোল্টেন লুকে নিক। 

69

এদিন এই জুটি মুহূর্তে ভাইরাল হয়েছিলেন সোশ্যাল মিডিয়ায় পাতায়। তবে এই পোশাকের ঠিক দাম কত জানেন। 

79

প্রিয়ঙ্কার পরনে থাকা নীল পোশাকটি তিনি কিনেছিলেন ১.৮ লাখ টাকার। 

89

এদিন প্রিয়ঙ্কার পায়ে থাকা গোলাপী জুতোর দাম ছিল ৫৪ হাজার টাকা। 

99

হাতে পরেছিলেন হিরে বসানো একটি ঘড়ি। যার দাম ছিল ৩২.৪ লাখ টাকা। 

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories