বলি অভিনেত্রী পরিণীতি চোপড়া সিলভার রঙের পোশাকে নজর কেড়েছে। অন্যদিকে সিদ্ধার্থ মলহোত্রাকে কালো রঙের গর্জিয়াস ব্লেজারে দেখা গিয়েছে।
618
করণ জোহরের জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন বলিউডের ভাইজান সলমন খান। কালো রঙের জ্যাকেট ও ডেনিম ব্লু প্যান্ট পরে পার্টিতে নজর কেড়েছেন বলিউডের মোস্ট ব্যাচেলর সলমন খান।
718
করণ জোহরের সঙ্গে শাহরুখ ঘরনি গৌরীর যে খুবই ভাল সম্পর্ক তা সকলের জানা। বন্ধুর জন্মদিনে সোনালি রঙের শর্ট ড্রেসে হাজির হন ডিজাইনার গৌরী খান।
818
'গার্ল টু দ্য নেক্সট ডোর'-এর ইমেজ ঝেড়ে নেটদুনিয়ার 'হট সেনসেশন' সারা আলি খান। লাভ আজ কাল অভিনেত্রীর ফ্যাশন স্টেটমেন্ট সর্বদাই নজর কাড়ে ফ্যাশন বোদ্ধাদের। কীভাবে হটকে ফ্যাশন গোল দিতে হয় তা সারা বেশ ভালই জানেন। করণের জন্মদিনে কালো রঙের হাই স্লিট গাউনে নজর কেড়েছেন সারা আলি খান। সইফ-অমৃতার ছেলে ইব্রাহিম খানকেও কালো পোশাকে দেখা গিয়েছে।
918
করণ জোহরের জন্মদিনে প্রাক্তন স্ত্রী কিরণ রাওকে নিয়ে হাজির ছিলেন আমির খান। কালো রঙের ব্লেজার পরে দেখা গিয়েছে আমির খানকে। সিলভার রঙের শর্ট ড্রেসে পার্টিতে নজর কেড়েছেন কিরণ রাও। বলিউডের অন্যতম পারফেক্ট জুটির মধ্যে সর্বদাই শিরোনামে থাকতেন আমির খান ও কিরণ রাও। ২০০৫ সালের ২৮ ডিসেম্বর বিবাহ বন্ধনে বাঁধা পড়েছিলেন আমির ও কিরণ। দীর্ঘ ১৫ বছরের দাম্পত্যে ইতি টেনে সকলকে চমকে দিয়েছেন আমির খান ও কিরণ রাও। তবে দাম্পত্যে ভাঙন ধরলেও বন্ধুত্ব রয়েছে আগের মতো।
1018
বলিউডের হট অ্যান্ড হ্যাপেনিং কাপল ভিকি-কৌশল এবং ক্যাটরিনা কাইফকে নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে। করণ জোহরের গ্র্যান্ড পার্টিতেও সাদা-কালো কম্বিনেশনে নজরকাড়া উপস্থিতি ছিল ভিক্যাটের। সাদা রঙের শর্ট ড্রেসে নজর কেড়েছেন ক্যাটরিনা কাইফ। কালো পোশাকে ধরা দিয়েছিলেন ভিকি কৌশল।
1118
করণ জোহরের হাফ সেঞ্চুরি পার্টিতে সকলের মধ্যে পার্টিতে নজর কেড়েছেন ৪৮ বছর বয়সী মালাইকা আরোরা। করণের সঙ্গে ম্যাচিং সবুজ পোশাকে নিজেকে মেলে ধরেছেন মালাইকা আরোরা। বুকখোলা জ্যাকেটের ভিতর গোলাপি রঙের অন্তর্বাস পরে নজর কেড়েছেন মালাইকা আরোরা, যা কিনা নবাগতাদেরও ছাপিয়ে গেছে।
1218
বিগ বি অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নাভেলিকে সাদা পোশাকে দারুণ গর্জিয়াস লাগছিল। অন্যদিকে চাঙ্কি পান্ডে কন্যা অনন্যা পান্ডেকে ঝলমলে গাউনে দেখা গিয়েছে। অনন্যার দিক থেকে চোখ ফেরাতে পারছিলেন না কেউ।
1318
করণ জোহরের জন্মদিনে সিলভার রঙের গাউনে নজর কেড়েছেন করিনা কাপুর খান। স্বামী সইফ আলি খানকেও সাদা শার্ট, কালো প্যান্টে দেখা গিয়েছে সইফ আলি খান। স্বামীর সঙ্গে হাতে হাত দিয়ে দেখা গিয়েছে করিনা কাপুরকে।
1418
বলি অভিনেত্রী মাধুরী দীক্ষিতকেও ছেলে ও স্বামীর সঙ্গে দেখা গিয়েছে। পার্পল রঙের পোশাকে ধরা দিয়েছেন মাধুরী দীক্ষিত। নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রীর ক্যারিশ্মার জাঁদুতেই কাত আট থেকে অষ্টাদশী। তার চোখের ইশারাতেই ঘুম উড়েছে একাধিক পুরুষদের। শরীর বিহঙ্গে আজও তিনি টেক্কা দিতে পারেন নিউকামারদের। নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী, যার ক্যারিশ্মা আজও মুগ্ধ করে রেখেছে নেটিজেনদের।
1518
ঐশ্বর্যর কথা বলতে গেলেই সবার প্রথমে আসে তার সৌন্দর্যের কথা। অভিনেত্রী রূপের জৌলুসে এখন মুগ্ধ হাজারো হাজারো পুরুষ। বলি অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চনকে গর্জিয়াস পোশাকে দেখা গিয়েছে। সোনালি রঙের পোশাকের সঙ্গে কালো রঙের ব্লেজার পরে দেখা গিয়েছে ঐশ্বর্য রাই বচ্চনকে। কালো রঙের ব্লেজার পরে নজর কেড়েছেন অভিষেক বচ্চন।
1618
বলি অভিনেত্রী ম্রুনাল ঠাকুরকে গর্জিয়াস পোশাকে দেখা গিয়েছে। জার্সি অভিনেত্রীকে কালো রঙের পোশাকে নজর কেড়েছেন । বলি অভিনেত্রী ম্রুনাল ঠাকুরকে নিয়ে চর্চার শেষ নেই টিনসেল টাউনে। শুরু থেকেই সাহসী পোশাকে নিজেকে মেলে ধরেছেন নায়িকা। করণের পার্টিতেও সাহসী পোশাকে দেখা গিয়েছে ম্রুনাল ঠাকুর।
1718
আয়ুষ্মান খুরানা ও তার স্ত্রী তাহিরা কাশ্যপকেও করণ জোহরের পার্টিতে দেখা গেছে। দুজনকেই কালো রঙের টুইনিং পোশাকে দেখা গেছে।
1818
মা নীতু কাপুরের সঙ্গে করণ জোহরের সঙ্গে হাজির হয়েছিলেন রণবীর কাপুর। মায়ের সঙ্গে পোজ দিয়েছেন রণবীর কাপুর। সাদা রঙের ব্লেজারে দেখা গিয়েছে নীতু কাপুরকে, এবং নীল রঙের ব্লেজারে দেখা গিয়েছে রণবীর কাপুরকে।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।