Published : Nov 10, 2020, 01:45 PM ISTUpdated : Nov 10, 2020, 03:21 PM IST
করিনা কাপুরের ব্যাগের দাম শুনলে এক কথায় চোখ কপালে উঠবে। েকটা ব্যাগের দামে হয়ে যেতে পারে বিদেশ ভ্রমণ, এমন কি কিে নেওয়া যেতে পারে একটি গাড়িও... ছবি প্রকাশ্যে াসতেই তা ভাইরাল হয়েছিল নেট দুনিয়ায়।
করিনা কাপুর বলে কথা, এই নবাব পুত্রবধূর লাইফস্টাই এমনই সকলের চোখে পড়ে পড়ে। তাঁর পোশাকই হোক বা ব্যাগ, জুতো।
27
প্রতিবারই তাঁর নয়া ফ্য়াশন স্টেটমেন্ট নেট দুনিয়ায় ভাইরাল হয়ে ওঠে। তবে সব কিছুকেই যেন ছাপিয়ে যায় তাঁর ব্যাগ।
37
করিনার ব্যাগের দাম শুনলে এক কথায় চমকে উঠতে হয়। এভাবেই তিনি ২০২০ নিউইয়ার পার্টিতে সকলকে চমকে দিয়েছিলেন।
47
বিশ্বের অন্যতম ব্যাগ বিপনন সংস্থা থেকে ব্যগ কিনেছিলেন করিনা। একটি নয় একাধিক ব্যাগ রয়েছে তাঁর কাছে এই সংস্থার।
57
যার দামে হয়ে যাবে পারে আপনার একটি ভালো গাড়ি, বা ধরুন পুরো পরিবারকে নিয়ে বিদেশে ভ্রমণ করে আসতে পারেন।
67
করিনার এই একটি ব্যাগের দাম হল প্রায় তেরো লক্ষ টাকা। এত টাকার ব্যাগ নিয়েই ফ্রেমবন্দী হয়েছিলেন করিনা।
77
মুহূর্তে তা ছড়িয়ে পড়েছিল নেট দুনিয়ায়। এই ব্যাগের ছবিতেই ভাইরাল হয়ে উঠেছিলেন করিনা কাপুর।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।