নতুন সদস্যের অপেক্ষায় পলক গুণছে নবান পরিবার, সন্তানের জন্মের আগেই উপহারে ভরল করিনার বাড়ি

শুক্রবারই হাসপাতালে ছুঁটেছিলেন করিনা কাপুর। আগে থেকেই জানা ছিল প্রসবের সময় ভক্তসহ সকল পরিজনদের। তাই প্রত্যেকেই খোঁজ নিতে শুরু করে কেমন আছেন করিনা, কবে দেখা যাবে নতুন সদস্যের মুখ! 

Jayita Chandra | Published : Feb 20, 2021 11:53 AM
19
নতুন সদস্যের অপেক্ষায় পলক গুণছে নবান পরিবার, সন্তানের জন্মের আগেই উপহারে ভরল করিনার বাড়ি

দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন করিনা কাপুর। বলিউড বেবো এখন হাসপাতালে ভর্তি। 

29

যখন তখন মিলতে পারে সুসংবাদ। সেই অপেক্ষাতেই রয়েছেন সকলে। তারই মাঝে আর ধৈর্য্য রাখতে পারল না পরিজনেরা। 

39

শুক্রবার সকাল থেকেই করিনার বাড়িতে ভরে ভরে উপহার আসা শুরু করল। সঙ্গে অগ্রীম শুভেচ্ছা। 

49

সেলেব মহল থেকে শুরু করে বন্ধু, পরিবার, তালিকা থেকে বাদ পড়ল না কেউ। সকলকের সেই উপহারের ছবি এখন ভাইরাল।

59

পাশাপাশি নেট দুনিয়ায় ভাইরাল হয়ে উঠেছে করিনার প্রথম সন্তান হওয়ার ছবিও। 

69

হাসপাতালের মায়ের সঙ্গে গিয়েছিল শুক্রবার তৈমুরও। জ্যোতিষী বলেছে কন্যা সন্তান হবে। 

79

ফলে এখন এক ফুট ফুটে বোনের অপেক্ষাতেই দিনগুণছে ছোট্ট তৈমুর। তবে নেটদুনিয়ায় খুব একটা স্বস্তি নেই। 

89

খবর মিললেও দেখা হবে না ছোট্ট সদস্যকে। কারণ বিরুষ্কার মতই করিনাও এবার স্থির করেছেন ছবি শেয়ার করবেন না। 

99

যেভাবে নাজেহাল হতে হয়েছিল তৈমুরকে নিয়ে, সেই ভুল তিনি আর করবেন না। তাই সকলের সঙ্গে এখনই দেখা হবে না নবজাতকের।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos