কয়েকদিনের মধ্যেই দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কাপুর খান। আপাতত গর্ভাবস্থার পুরো সময়টাই চুটিয়ে উপভোগ করছেন বলিউডের মম টু বি করিনা।
210
দ্বিতীয় সন্তান আসার আগেই পুরোনো বাড়ি ছেড়ে নতুন বাড়িতে শিফট করেছেন সইফ-করিনা।
এই সময়টায় খুবই সচেতন থাকাটা জরুরি। তাই মা হওয়ার আগেই যোগাতে মত্ত করিনা কাপুর।
310
অন্তঃসত্ত্বা কালীনও নিজেকে ফিট রাখতে জোর কদমে চলছে শরীরচর্চা। দ্বিতীয় সন্তান আসার আগেই যোগাসনে ছবি শেয়ার করেছেন মাদার টু বি।
410
বেবিবাম্প উন্মুক্ত করে কালো পোশাকে যোগার ছবি পোস্ট করেছিলেন করিনা। হট যোগা মুভসে মুগ্ধ হয়েছিলেন সাইবারবাসী। কিন্তু সময় এগোতেই বদলে গেল ছবি।
510
যোগার ছবি পোস্ট করেই এবার ট্রোলিংয়ের শিকার হলেন বলিউডের গর্জিয়াস 'মম টু বি' করিনা কাপুর। 'দেশের সবচেয়ে স্টাইলিশ মা'-এর তকমা রাতারাতি বদলে গেল।
610
নেটিজেনরা করিনার এই যোগা ফোটোশ্যুটকে লোক দেখানো বলে কটাক্ষ করেছেন।এই ধরনের ফোটোশ্যুট করে করিনা দেখাতে চাইছেন সারা ভারতে উনি একাই অন্তঃসত্ত্বা হয়েছেন।
710
আবার অন্য একজন লিখেছেন, এটা করিনা কাপুরের 'পাবলিসিটি স্টান্ট'। মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্যই তিনি এমনটা করেছেন।
810
সোশ্যাল মিডিয়ায় করিনার যোগার ছবি নিয়ে ইতিমধ্যেই মিমে ভরে গিয়েছে। একজন করিনার পাশে এক মহিলা শ্রমিকের ছবি দিয়ে তুলনা করেছেন, আপনি কাকে সম্মান করবেন। কারণ এটা কোনও সস্তার জিনিস নয়, সম্মান অর্জন করতে আগে জানতে হয়।
910
বাধাও হো ছবি দিয়ে মিম ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা মূহূর্তে নজর কেড়েছে নেটিজেনদের।
1010
যদিও মিম,ট্রোল, কটাক্ষের কোনও জবাব দেননি করিনা। তৈমুরের সময় যেটা করতে পারেননি নবাব কাপল এবার সেটাই নাকি সফল নাকি করে দেখাবেন এই জুটি। তৈমুরের সময়কার ভুলই শুধরে নেওয়াই একমাত্র লক্ষ সইফিনার।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।