বলিউড হোক বা হলিউড। সেরা অন্যতম জুটির মধ্যে পড়েন প্রিয়ঙ্কা চোপড়া জোনাস এবং নিক জোনাস। বয়সের তফাতকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন তাঁরা। বয়সের ফারাক দশ বছরের। প্রিয়ঙ্কা ৩৮ এবং নিকের বয়স ২৮। কথায় বলে প্রেম কখনও বাধ মানে না। সমস্ত বাধা অতিক্রম করেছেন নিক ও প্রিয়ঙ্কা। একাধিক কটূক্তি, সমালোচনা, জাজমেন্টকে এড়িয়ে আজ তাঁদের সুখি সংসারে মন ভরে ভক্তদের। তবে তাঁদের মধ্যে ব্যবহারের ফারাকও রয়েছে অনেকটাই।
নিককে 'ফ্যান্সি' বলে সম্বোধন করেছেন প্রিয়ঙ্কা। তাঁদের সম্পর্কের খুটিনাটি সম্প্রতি এক সেলেব্রিটি টক শো-এ এসে খোলসা করেন।
88
কোয়ারেন্টাইনে থাকতে থাকতে নিকের সম্বন্ধে এই জিনিসগুলি লক্ষ্য করেছেন প্রিয়ঙ্কা। তার আগে নিজের কাজ নিয়ে অতটাই ব্যস্ত থাকতেন যে নিকের বিষয় এতকিছু জেনে উঠতে পারেননি।