বড়দিন শেষ হতেই চোখে মুখে ক্লান্তি Mom To Be করিনার, পার্টি করতে সাবধান করল ভক্তরা

করিনা কাপুর খান পটৌডি পরিবারের বউমা, এক ছেলের মা, আরও এক সন্তান রয়েছে তাঁর গর্ভে। তবুও বেবো আজও সকলের সেই প্যামপারড বেবি গার্ল। কারণ তাঁর বয়স হলেও ব্যক্তিত্বে নেই কোনও পরিবর্তন। বরং তিনি সেই ছোট থেকে নিজের ক্যানডিড ব্যক্তিত্ব আজও ধরে রেখেছেন। কেউ তাঁকে বলে মিন অর্থাৎ রূঢ় স্বভাবের। তবুও বেবোর ফ্যান ফলোয়িংয়ের সংখ্যা মোটেই কম নয়। তাঁকে এবং তাঁর ফ্যাশনকে মন প্রাণ দিয়ে ভালবাসে ভক্তরা। সেই ফ্যাশন নিয়ে নানা জায়গায় ফ্যাশানেবল মাম্মির তকমা পেয়েছেন আগেই। 

Adrika Das | Published : Dec 26, 2020 10:43 AM IST / Updated: Dec 26 2020, 05:15 PM IST
18
বড়দিন শেষ হতেই চোখে মুখে ক্লান্তি Mom To Be করিনার, পার্টি করতে সাবধান করল ভক্তরা

এবার আর ফ্যাশন নয়, নিজের শারীরিক পরিবর্তনের জন্য শিরোনামে উঠে এলেন মম টু বি করিনা কাপুর খান। 

28

ক্রিসমাস পার্টির পরই তাঁকে বেশ ক্লান্ত দেখাচ্ছে বলেই দাবি ভক্তদের। বড়দিন মানেই কাপুর পরিবারের সদস্যদের থাকে এলাহি আয়োজন। 

38

কাপুর পরিবারে ক্রিসমাস পার্টি একরকম ঐতিহ্যের মত। রাজ কাপুরের আমল থেকেই চলে আসছে এই অনুষ্ঠান। 

48

যেমনই পরিস্থিতি হোক না কেন, এই দিন সকলে এক জায়গায় মিলিত হয়। আনন্দের সহিত সময় কাটায় সকলে মিলে। 

58

সেই পার্টির পরই করিনাকে রীতিমত ক্লান্ত দেখাচ্ছে। বড়দিনের পরের সকালেই তাঁকে একটি ম্যাক্সি ড্রেসে দেখা গিয়েছে। 

68

সাধারণ পোশাক, ফ্ল্যাট চটি, মুখে মাস্ক। মাস্কে মুখ অনেকখানি ঢাকা থাকলেও করিনার চোখদু'টি বেশ ক্লান্ত দেখাচ্ছিল। 

78

ভরা মাসে তাঁকে সকলের সঙ্গে পার্টি না করার অনুরোধ করে বসছে ভক্তরা। এই সময় তাঁকে নিজের এভং সন্তানের খেয়াল রাখতে হবে। 

88

করিনার জন্য তাঁর পরিবারের মতই অনুরাগীরাও বেশ চিন্তিত। করোনা আবহে একাধিক মানুষের সঙ্গে এমন পার্টি না করারই উপদেশ দিচ্ছে শুভাকাঙ্খীরা।

Share this Photo Gallery
click me!

Latest Videos