করিনা জানান, স্বামী এবং স্ত্রীয়ের মধ্যে যৌনতা একটা প্রাসঙ্গিক বিষয়। একজন নারী কী অনুভব করে, সেটাকেও প্রভাবিত করে যৌনতা। করিনা আরও বলেছেন, এটা খুব স্বাভাবিক যে এই সময়টায় একজন নারী যৌনতার তাগিদ অনুভব করবে না এমনকী সে নিজেকে ভালবাসে না, এমনও মনে হবে কখনও কখনও। সন্তান জন্মের আগে এই পরিস্থিতির মধ্য দিয়ে মেয়েরা যায়। কিন্তু সমস্যা হল মানুষের, তারা এই বিষয়গুলি নিয়ে স্বাচ্ছন্দ নয়।