গর্ভাবস্থায় যৌনতায় অনিহা, জন্মের পর দু'সপ্তাহ ব্রেস্ট ফিড করাতে পারেননি তৈমুরকে, অকপট করিনা

গত ৯ আগস্ট প্রকাশিত হল করিনা কাপুর খানের প্রেগন্যান্সি বাইবেল। যাকে নিজের তৃতীয় সন্তান বলে দাবি করেছেন করিনা। অভিনেত্রী, সঞ্চালনার পর লেখিকা করিনা কাপুর  প্রেগন্যান্সি পিরিয়ডের অজানা গোপন রহস্য তুলে ধরেছেন প্রেগন্যান্সি বাইবেল-এ । ৪০ বছর বয়সী বলি অভিনেত্রী করিনা কাপুর খান সদ্যই দ্বিতীয় সন্তানের মা হয়েছেন।অন্তঃসত্ত্বা থাকাকালীন যৌনতার প্রতি আগ্রহ তলানিতে ঠেকেছিল  করিনার,এবার জানালেন সন্তান জন্মের পরের কথা। তৈমুরকে জন্ম দেওয়ার পর প্রায় ২ সপ্তাহ  স্তন্যপান করাতে পারেননি বেবো, সেই সমস্যার কথা  অকপটে তুলে ধরেছেন নবাব ঘরনি।

Riya Das | Published : Aug 13, 2021 7:27 AM IST

19
গর্ভাবস্থায় যৌনতায় অনিহা, জন্মের পর দু'সপ্তাহ ব্রেস্ট ফিড করাতে পারেননি তৈমুরকে, অকপট করিনা
একাধিক স্টিরিওটাইপ ভেঙেছেন করিনা কাপুর। প্রেগন্যান্সি বাইবেল-এ নিজের প্রেগন্যান্সি পিরিয়ডের অজানা গোপন রহস্য তুলে ধরেছেন করিনা। অন্তঃসত্ত্বা থাকাকালীন যৌনতার প্রতি আগ্রহ তলানিতে ঠেকেছিল করিনার, তা অকপটে জানিয়েছেন নবাব ঘরনি।
29
৪০ বছর বয়সী বলি অভিনেত্রী করিনা কাপুর খান সদ্যই দ্বিতীয় সন্তানের মা হয়েছেন। এবার জানালেন সন্তান জন্মের পরের কথা। তৈমুরকে জন্ম দেওয়ার পর প্রায় ২ সপ্তাহ স্তন্যপান করাতে পারেননি বেবো, সেই সমস্যার কথা অকপটে তুলে ধরেছেন নবাব ঘরনি।
39
কেরিয়ারের মধ্যগগনে মাতৃত্বের সিদ্ধান্ত নিয়ে প্রমাণ করেছেন প্রেগন্যান্সি কখনওই সাফল্যের পথে বাঁধা নয়। করিনার লেখা বই প্রেগন্যান্সি বাইবেল-এ নিজের প্রেগন্যান্সি পিরিয়ডের অজানা গোপন রহস্য তুলে ধরেছেন।
49
গত ৯ আগস্ট প্রকাশিত হয়েছে করিনা কাপুর খানের প্রেগন্যান্সি বাইবেল। যাকে নিজের তৃতীয় সন্তান বলে দাবি করেছেন করিনা। অভিনেত্রী, সঞ্চালনার পর লেখিকা করিনা ভার্চুয়াল অনুষ্ঠানে করণ জোহরের সঙ্গে নিজের প্রথম বই উন্মোচন করলেন নবাব বেগম।
59
প্রথম সন্তান তৈমুরের জন্মের থেকে জে এর সময়ে অনেক বেশি শারীরিক যন্ত্রণা পেয়েছেন করিনা। কোথাও বসলে উঠতে পারতেন না, সবসময়েই শরীরের মধ্যে একটা যেন অস্বস্তি হতেই থাকত।
69
তবে তৈমুরের জন্মের পরই সমস্যায় পড়েছিলেন করিনা। সন্তান জন্মের পর স্তন্যপান করানো নিয়ে সমস্যায় পড়েছিলেন করিনা কাপুর খান।
79
গর্ভাবস্থায় তৈমুর খুব বেশি নড়াচড়া করেননি, তাই আচমকাই সিজার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যার ফলে শরীরে অনেক রকমের সমস্যা দেখা দিয়েছিস। তৈমুরের জন্মের পর টানা ২ সপ্তাহ ছেলেকে স্তন্যপান করাতে পারেননি করিনা।
89
করিনা জানিয়েছেন, তার মা ববিতা ও স্বাস্থ্যকর্মী ২৪ ঘন্টা পাশে বসে প্রাকৃতির উপায়ে স্তন্যদুগ্ধ উৎপাদন করার চেষ্টা করতেন কিন্তু তাতে কিছু লাভ হয়নি। ধীরে ধীরে সব কিছু স্বাভাবিক হয়েছিল। তবে জেহ-র সময় করিনার এইরকম কোনও সমস্যাই হয়নি।
99
করিনা প্রেগন্যান্সি বাইবেল-এ আরও জানিয়েছেন, আমি ওকে ব্রেস্ট ফিড করাতে পারিনি। কারণ আমার দুধ উৎপন্ন হচ্ছিল না। ১৪ দিন পর্যন্ত আমি পুরোপুরি ড্রাই ছিলাম। মা ও নার্স অনেক চেষ্টা করেছে। তবে জেহ-র সময় অনেক বেশি ফ্লো হয়েছে।
Share this Photo Gallery
click me!
Recommended Photos