'সেক্সিজম' নিয়ে কখনও সমস্যায় পড়তে হয়নি করিনাকে, কারণ খোলসা করলেন বেবো

করিনা কাপুর খান, বলিউডে বেবো মানেই এক ভিন্ন স্বাদের উপস্থাপনা। তাঁর হট লুক থেকে শুরু করে স্টানিং ফিগার, এক কথায় বলতে গেলে সবটাই যেন কানায় কানায় পরিপূর্ণ থাকে পার্ফেক্ট শব্দে। তবে বলিউডের এই হট হ্যাপেনিং সেলেবকে কখনও সেক্সিজম নিয়ে সমস্যায় পড়তে হয়নি! 

Jayita Chandra | Published : Feb 8, 2021 8:41 PM
18
'সেক্সিজম' নিয়ে কখনও সমস্যায় পড়তে হয়নি করিনাকে, কারণ খোলসা করলেন বেবো

হট সেলেবদের মধ্যে অনতম হলেন করিনা কাপুর। যিনি দুই দশক দাপিয়ে বেড়াচ্ছেন বলিউডের পর্দায়। 

28

সময়কে বয়সকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে বর্তমানে কেবলই স্টাইল স্টেটমেন্টেই একাধিক বার ভাইরাল  হচ্ছেন বেবো। 

38

তবে এই হট সেলেব কখনও বাস্তব জীবনে সেক্সিজমের মুখোমুখি হননি! বলিউডে এই সমস্যা নিয়ে নানা প্রশ্ন উঠেছে বারে বারে। 

48

এবার তা নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন করিনা কাপুর। জানালেন, তাঁর ক্ষেত্রে মোটেও মনটা হয়নি। যার ফলে তিনি নিজেকে লাকি মনে করেন।

58

করিনা কাপুরের কথায়, তাঁর চারপাশে থাকা পুরুষেরা বড্ড বেশি ফেমিনিস্ট। তাঁরা মেয়েদের সন্মানটা বোঝেন। 

68

সেই কারণেই এই নিয়ে খুব একটা সমস্যাতে পড়তে হয়নি কখনও করিনা কাপুরকে। এমনকি তাঁর লাইফ পার্টনার সইফও এই বিষয় যথেষ্ট সচেতন। 

78

করিনার পরিচিতরা, বা বন্ধুরা তাই সব সময় বেবোর জন্য এক কমফোর্ট জোন। যেখানে অনায়াসে তিনি নিজেকে সুরক্ষিত মনে করতে পারেন। 

88

এই নিয়ে বর্তমানে পুলিশি জেরার মুখে সানি। যদিও প্রকাশ্যে কোনো রকম মন্তব্য করতে নারাজ অভিনেত্রী। তবে বলিউডে এমন ঘটনা নতুন নয়।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos