Published : Feb 08, 2021, 03:55 PM ISTUpdated : Feb 08, 2021, 03:56 PM IST
ক্যাটরিনার সঙ্গে সলমন খানের জুটি যতবার পর্দায় এসেছে, ঠিক ততবারই তা দর্শকদের মন জয় করেছে। শেষ এই জুটির করা ছবি হল টাইগার থ্রি। এই ছবির মধ্যে দিয়েই আরও গাঢ় হয়ে ওঠে এই দুইয়ের সম্পর্ক। যার ফলে পরবর্তী প্রজেক্টও এলো ক্যাটের হাতেই।