গোপনে রোম্যান্স, কোন সুপারস্টারকে কাছে না পেয়ে হাতের শিরা কাটেন করিনা, ভাইরাল খবরে জেরবার বেবো

Published : Sep 21, 2021, 10:35 AM IST

করিনা কাপুরের প্রেমের জীবন বেজায় রঙিন। একের পর এক তারকার আনাগোনা ঘটেছে এই সেলেবের জীবনে। বলিউড কেরিয়ারে প্রায়ই নতুন তারকার নামের পাশে জুড়ে যেত কারিনা কাপুরের নাম। তবে একবার করিনা এক তারকার জন্য নিজের হাত পর্যন্ত কেটে ফেলেছিলেন। 

PREV
19
গোপনে রোম্যান্স, কোন সুপারস্টারকে কাছে না পেয়ে হাতের শিরা কাটেন করিনা, ভাইরাল খবরে জেরবার বেবো

করিনা কাপুর, বলিউডের এই হট ডিভার সঙ্গে নাম জড়িয়েছে একাধিক তারকার। কেউ তাঁর পর্দায় উপস্থিতিতে যেমন ঝড় ওঠে ভক্তদের মনে, ঠিক তেমনটাই বিতর্কিত তাঁর লাভ লাইফ।

29

করিনার কেরিয়ারে একাধিক তারকা তাঁর জীবনে এসেছে। তবে সব থেকে বেশি যে সম্পর্ক ঝড় তুলেছিল তা হল শাহিদ কাপুর।

39

করিনা কাপুরের সঙ্গে শাহিদ কাপুরের সম্পর্কের কথা কম বেশি সকলেরই জানা। এক সময় এই জুটি একে অন্যকে চোখে হারাত।

49

তবে বেশিদিন ছিল না সেই সম্পর্ক। এর পর করিনার সঙ্গে নাম জড়িয়ে যে ফরদিন খানের। তবে সেই সম্পর্কও ধোপে টেকেনি।

59

তবে এরপর যে তারকা তাঁর জীবনে এসেছিলেন তাঁর জন্য রীতিমত হাতের শিরাও কেটেছিলেন করিনা কাপুর। রোম্যান্স ঝড়ে তখন মত্ত বেবো।

69

করিনার কথায় তাঁর ও হৃত্বিকের সম্পর্ক ছিল বন্ধুর মত। কিন্তু তা প্রকাশ্যে অন্য ছবিই তুলে ধরত। যার ফলে এদের সম্পর্কের খবর ভাইরাল হতে সময় লাগেনি।

79

এরপর তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হলেও তাঁরা একে অন্যের থেকে দূরে সরে যায়। একবার এমনটাও রটে যায় যে হৃত্বিক বিবাহিত বলেই করিনার সঙ্গে এই সম্পর্ক দানা বাঁধেনি। সেই কারণে করিনা নাকি হাতের শিরাও কেটে ফেলেছিলেন।

89

যদিও তা নিয়ে কখনই মুখ খোলেননি করিনা কাপুর। বর্তমানে তিনি সইফের সঙ্গে চুটিয়ে সংসার করছেন। বাকি সব অতীত।

99

সেলেবদের নিয়ে এমন অনেক খবরই রটে যায়, যা সারা জীবনেও মুখে ফেলা সম্ভবপর হয় না। তাই এই রটনা নিয়ে কখনই মুখ খোলেননি করিনা কাপুর। 

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories