বেবিবাম্প নিয়ে হিমাচলে হলিডেতে করিনা, বিদায় বেলায় পাহাড়কে মিস করছেন বেবো

বেবিবাম্প নিয়ে হলিডেতে করিনা। হিমাচলে ছুটি কাটাতে ব্যস্ত বেবো। এবার পালা পাহাড়কে বিদায় জানানোর। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বেবো। 

Jayita Chandra | Published : Dec 7, 2020 5:47 PM / Updated: Dec 07 2020, 05:49 PM IST
18
বেবিবাম্প নিয়ে হিমাচলে হলিডেতে করিনা, বিদায় বেলায় পাহাড়কে মিস করছেন বেবো

দিওয়ালির পর থেকেই করিনা কাপুর রয়েছেন হিমাচলে। সেখান থেকে একের পর এক ছবি পোস্ট করেছিলেন তিনি নেট দুনিয়ায়। 

28

করিনার হলিডে সফরে সামিল ছিলেন সইফ আলি খান, পাশাপাশি ছিল ছোট্ট তৈমুরও। সেই ছবি পোস্ট করেন বেবো। 

38

বেবিবাম্প নিয়েই পাহাড়ের কোলে সময় কাটছিল ভালোই। সঙ্গে ছিল বন্ধু মালাইকাও। তার সঙ্গেও ছবি হয় ভাইরাল। 

48

বেবিবাম্প নিয়েই পাহাড়ের কোলে সময় কাটছিল ভালোই। সঙ্গে ছিল বন্ধু মালাইকাও। তার সঙ্গেও ছবি হয় ভাইরাল। 

58

লকডাউনেই অন্তঃসত্ত্বা করিনা, সুখবর শোনাতেই আবারও খবরের শিরোনামে জায়গা করে নেন তিনি। 

68

এবার পাহাড়কে বিদায় জানানোর পালা। ফিরছেন তিনি নিজের বাড়ি। তাই ছবি শেয়ার করলেন হিমাচল থেকে। 

78

লিখলেন পাহাড়কে তিনি মিস করবেন। সামনেই এগিয়ে আসছে ডেলিভারী ডেট। তাই এবার সাবধানেই থাকতে হবে বেবোকে। 

88

দ্বিতীয় সন্তানের অপেক্ষায় এখন দিন গুণছেন সইফ করিনা। ৪০শেও নিজেকে ধরে রেখে সকলের নজর রাখছেন মম টু বি। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos