'ডেলিভারির পর অসহ্য যন্ত্রণার মধ্যে কাটিয়েছি গত ৪ মাস', গোপনীয়তা ফাঁস করলেন করিনা কাপুর

Published : Jun 22, 2021, 12:55 PM ISTUpdated : Jun 22, 2021, 12:56 PM IST

গতে বাঁধা ছক ভেঙে তিনি বাঁচেন নিজের শর্তে। কেরিয়ার-ব্যক্তিগত জীবন সব মিলিয়েই পেজ-থ্রির শিরোনামে থাকেন বলিউডের নবাব পত্নী করিনা কাপুর খান। একাধিক স্টিরিওটাইপ ভেঙেছেন। কেরিয়ারের মধ্যগগনে মাতৃত্বের সিদ্ধান্ত নিয়ে প্রমাণ করেছেন প্রেগন্যান্সি কখনওই সাফল্যের পথে বাঁধা নয়। ৪০ বছর বয়সী বলি অভিনেত্রী করিনা কাপুর খান সদ্যই দ্বিতীয় সন্তানের মা হয়েছেন। মা হওযার পর গত ৪ মাস অসহ্য যন্ত্রণার মধ্য দিয়ে কাটিয়েছেন নায়িকা, সম্প্রতি নিজেই ফাঁস করলেন গোপন সত্য।  

PREV
18
'ডেলিভারির পর অসহ্য যন্ত্রণার মধ্যে কাটিয়েছি গত ৪ মাস', গোপনীয়তা ফাঁস করলেন করিনা কাপুর


নিজেকে ভেঙেছেন আবার গড়েছেন একাধিক স্টিরিওটাইপ ভেঙেছেন করিনা কাপুর খান।
 

28

 কেরিয়ারের মধ্যগগনে মাতৃত্বের সিদ্ধান্ত নিয়ে প্রমাণ করেছেন প্রেগন্যান্সি কখনওই সাফল্যের পথে বাঁধা নয়। ৪০ বছর বয়সী বলি অভিনেত্রী করিনা কাপুর খান সদ্যই দ্বিতীয় সন্তানের মা হয়েছেন।
 

38

 মা হওয়ার পর গত ৪ মাস অসহ্য যন্ত্রণার মধ্য দিয়ে কাটিয়েছেন নায়িকা, সম্প্রতি নিজেই ফাঁস করলেন গোপন সত্য।
 

48


মা হওয়ার পর ফের কাজে ফিরেছেন বেবো। ইতিমধ্যেই বেশ কয়েকটি বিজ্ঞাপনের শ্যুটিংও সেরে ফেলেছেন করিনা কাপুর খান। 

58

সম্প্রতি যোগাসনের একটি ছবি শেয়ার করে করিনা জানিয়েছেন, ২০০৬ সাল থেকে যোগা সফর শুরু হয় করিনার। সেই থেকে যোগার জার্নি শুরু করিনার। যা কিনা ফিট থাকতে সাহায্য করেছে বেবোকে।
 

68

করিনা জানিয়েছেন, মা হওয়ার পর ৪ মাস অসহ্য যন্ত্রণার মধ্যে কাটিয়েছি গত ৪ মাস। ভীষণই ক্লান্ত থাকতাম। নতুন করে কিছু করার ইচ্ছাই থাকত না। তবে এই যোগা করেই ফের নতুন জীবনের ছন্দে ফেরার চেষ্টা করছি।

78

করিনার মতে, যোগার সময়টা একান্ত ব্যক্তিগত। তবে নিয়মানুবর্তিতাই হল সুস্থতার আসল চাবিকাঠি।

88


 

 


স্পোর্টস ব্রা পরেই যোগার ছবি শেয়ার করেছেন করিনা। অভিনেত্রীর সুপারফিট অবতার ভাইরাল নেটদুনিয়ায়। 

 

 


 

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories