বলি-ইন্ডাস্ট্রির সকলেই হাজির ছিলেন সইফ-করিনার ক্রিসমাস পার্টিতে। প্রত্যেকেই ক্রিসমাস মুডে রয়েছে। করণ জোহর এবং রণবীর কাপুরের সঙ্গে ছবি শেয়ার করেছেন করিনা।
26
একঝাক তারকার ঢল নেমেছিল ক্রিসমাস পার্টিতে। প্রিয় বন্ধু অমৃতা আরোরা , এবং মালাইকার সঙ্গে ছবি পোস্ট করেছেন করিনা। প্রত্যেককেই দেখতে ভীষণই গর্জিয়াস লাগছিল। শুধু তাই নয়, প্রত্যেকের মাথায় একইরকম ডিজাইনার হেয়ার ব্যান্ড ছিল। যা দেখতে আরও বেশি সুন্দর লাগছিল।
36
পার্টির মূল আর্কষণ যেন ছিল করণ জোহরের দিকে। প্রত্যেকের সঙ্গে কম-বেশি ছবি তুলতে দেখা গেছে করণকে। মালাইকার সঙ্গে পোজ দিয়ে ছবি শেয়ার করেছেন করণ জোহর।
46
ক্রিসমাস পার্টিতে বাদ যায়নি আলিয়া। কালো রঙের পোশাক, মাথায় লাল রঙের হেয়ার ব্যান্ড পরে দুজনেই ছবিতে পোজ দিয়েছেন। শুধু আলিয়াই নয়, করণও মাথায় হেয়ার ব্যান্ড পরে ছবিতে নজর কেড়েছেন।
56
এ যেন পুরো গার্লস গ্যাং। প্রত্যেকেই জমকালো পোশাক, মাথায় শিং লাগিয়ে ছবিতে হটকে পোজ দিয়েছেন।
66
সারা আলি খানও পার্টিতে নজর কেড়েছেন। দুই পক্ষের সন্তানদের নিয়েই ক্রিসমাস পার্টিতে মেতে উঠেছেন সইফ-করিনা।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।