সম্প্রতি পোস্ট করা ছবি গুলির মধ্যে একটি বিশেষ ছবি নিয়ে তোলপাড় নেট দুনিয়া, ২০২২ এর প্রথম দিকে নিজের বোন কে সঙ্গে নিয়ে হলিডে কাটাতে সমুদ্র সৈকতে পারি দেন করিশ্মা। সেখানেই একটি ছবি তে দেখা যাচ্ছে কালো বিকিনি পরে , সুইমিং পুলের জলে পা ডুবিয়ে ক্যামেরার দিকে পিছন ফিরে বসে আছেন তিনি। পুলের নীল জলে পা ডুবিয়ে বসে থাকা ব্ল্যাক বিকিনি পরিহিতা করিশ্মার স্লিম টোনড ফিগার, চোখ ধাঁধিয়েছে সকলের। ছবি টি পোস্ট করার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় কয়েক মিলিয়ন লাইকস, হার্ট ও ফায়ার ইমজি এবং কমেন্টে ভরে গেছে তাঁর প্রোফাইল। কে বলবে তাঁর বয়স এখন ৪৭, কে বলবে বয়সে তিনি 'বেবোর' থেকে বড়! বয়স তাঁর হটনেস কে এত টুকু কমাতে পারেনি।
ছবি টি শেয়ার করে করিশ্মা হ্যাশট্যাগ দিয়ে ক্যাপশন দেন '#ডে ড্রিমিং#মেমরিস অফ ২০২২'