'এজ ইস জাস্ট আ নাম্বার', সৈকতে ব্ল্যাক বিকিনি তে ঝড় করিশ্মার

কালো বিকিনি তে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন করিশ্মা কপূর, সম্প্রতি বেড়াতে যাওয়ার একটি ছবি পোস্ট করেন তিনি।  আর সেই  ছবি  ভাইরাল হলো এবার সোশ্যাল মিডিয়ায়।ব্ল্যাক বিকিনি পরিহিতা করিশ্মার স্লিম টোনড ফিগার, চোখ ধাঁধিয়েছে সকলের। ছবি টি পোস্ট করার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় কয়েক মিলিয়ন লাইকস, হার্ট ও ফায়ার ইমজি এবং কমেন্টে ভরে গেছে তাঁর প্রোফাইল। কে বলবে তাঁর বয়স এখন ৪৭, কে বলবে বয়সে তিনি 'বেবোর' থেকে বড়! বয়স তাঁর হটনেস কে এত টুকু কমাতে পারেনি। 

Abhinandita Deb | Published : Jun 6, 2022 4:43 PM / Updated: Jun 06 2022, 05:17 PM IST
17
'এজ ইস জাস্ট আ নাম্বার', সৈকতে ব্ল্যাক বিকিনি তে ঝড় করিশ্মার


সম্প্রতি বেড়াতে যাওয়ার কয়েকটি ফ্ল্যাশ ব্যাক ছবি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেন করিশ্মা কপূর। হটনেসের দৌড়ে একটি কালো বিকিনি তে যে কোনো হাঁটুর বয়সী নায়িকা কেও অনায়াসেই মাত দিতে পারেন তিনি। 
 

27

সোশ্যাল মিডিয়ায় খুবই এক্টিভ তিনি, প্রায়ই ঘুরতে যাওয়ার ছবি পোস্ট করেন তিনি, তিনি যে বেড়াতে যেতে খুব ভালোবাসেন এবং পরিবারের সাথেও সময় কাটাতে ভালোবাসেন, সেটাও তাঁর ছবি গুলি দেখলে বোঝা যায়। 

37

ছবি গুলি তে তাঁর অভিনব ফ্যাশন স্টেটমেন্ট ও চোখ ধাঁধানো স্টাইলিং সেন্স মুগ্ধ করেছে 'জেন ওয়াই' কে, তাঁর  বেশির ভাগ ছবি তেই  তাঁর সাথে বোন করিনা কেও দেখা যায়। এই বয়সেও এত স্লিম এন্ড ফিট এত সুন্দর ভাবে ফিগার মেন্টেন করেন তিনি এটি যে কাউকে অনুপ্রাণিত করার মত।

47

ছবি গুলি তে তাঁর অভিনব ফ্যাশন স্টেটমেন্ট ও চোখ ধাঁধানো স্টাইলিং সেন্স মুগ্ধ করেছে 'জেন ওয়াই' কে, তাঁর  বেশির ভাগ ছবি তেই  তাঁর সাথে বোন করিনা কেও দেখা যায়। এই বয়সেও এত স্লিম এন্ড ফিট এত সুন্দর ভাবে ফিগার মেন্টেন করেন তিনি এটি যে কাউকে অনুপ্রাণিত করার মত।
 

57

সম্প্রতি পোস্ট করা ছবি গুলির মধ্যে একটি  বিশেষ ছবি নিয়ে তোলপাড় নেট দুনিয়া, ২০২২ এর প্রথম দিকে নিজের বোন কে সঙ্গে নিয়ে হলিডে কাটাতে সমুদ্র সৈকতে পারি দেন করিশ্মা। সেখানেই একটি ছবি তে  দেখা যাচ্ছে কালো  বিকিনি পরে , সুইমিং পুলের জলে পা ডুবিয়ে ক্যামেরার দিকে পিছন ফিরে বসে আছেন তিনি। পুলের নীল জলে পা ডুবিয়ে বসে থাকা ব্ল্যাক বিকিনি পরিহিতা করিশ্মার স্লিম টোনড ফিগার, চোখ ধাঁধিয়েছে সকলের। ছবি টি পোস্ট করার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় কয়েক মিলিয়ন লাইকস, হার্ট ও ফায়ার ইমজি এবং কমেন্টে ভরে গেছে তাঁর প্রোফাইল। কে বলবে তাঁর বয়স এখন ৪৭, কে বলবে বয়সে তিনি 'বেবোর' থেকে বড়! বয়স তাঁর হটনেস কে এত টুকু কমাতে পারেনি। 
ছবি টি শেয়ার করে করিশ্মা  হ্যাশট্যাগ দিয়ে ক্যাপশন দেন '#ডে ড্রিমিং#মেমরিস অফ ২০২২'

67

করিশ্মা তার বিয়ের পর অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন, যদিও তিনি পরে ফিরে আসেন।  তাঁকে শেষ দেখা যায় ২০১২ সালের চলচ্চিত্র 'ডেঞ্জারাস ইশক'-এ, যার পরে তিনি 'বোম্বে টকিজ' এবং 'জিরোর' মতো চলচ্চিত্রে সাপোর্টিং রোলে অভিনয় করেছিলেন।

77

৪৭ বছর বয়সেও  হট ও আকর্ষণীয় থাকা যায়, তার জল- জ্যান্ত প্রমান করিশ্মা কপূর। বলিউড সিনেমায় এই মুহূর্তে অভিনয় না করলেও সোশ্যাল মিডিয়ার দৌলতে লাইম লাইটে রয়েছেন করিশ্মা কপূর।  এ মুহূর্তে নিজের আনকোরা ফ্যাশন সেন্স নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চায় তিনি।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos