একটা সময়ে আদালতে করিশ্মার জবানিতে এমন কিছু তথ্য উঠে এসেছিল যা নাড়িয়ে দিয়েছিল বলিউডকে। অন্তঃসত্ত্বাকালীনও জুটেছিল চড়, থাপ্পড়, মারধর, করিশ্মার গার্হস্থ্য হিংসার শিউরে ওঠা কাহিনি যেন হার মানাবে বলিউডের চিত্রনাট্যকে। করিশ্মা জানিয়েছিলেন, অন্তঃসত্ত্বাকালীনও সঞ্জয় তার গায়ে হাত তুলতে বলেছিলেন যার কারণও খোলসা করে বলেছিলেন নায়িকা। একবার সঞ্জের মা করিশ্মার জন্য একটি পোশাক কিনে এনেছিলেন। তবে প্রেগন্যান্ট থাকার জন্য সেই পোশাক আমার গায়ে আঁটছিল না। সেই অপরাধে সঞ্জয় ওর মা-কে আমায় মারার কথা বলেছিল।