বলিউডের প্রেমের কেচ্ছা যেমন দীর্ঘ, তেমনই ব্রেক-আপও প্রতিনিয়ত হয়েই চলেছে। দিনকয়েক আগেই ঈশান-অনন্যার ব্রেক আপ খবর নিয়ে জোর জল্পনা শুরু হয়েছিল এবার শেরশাহ জুটির সিদ্ধার্থ ও কিয়ারা ব্রেক আপের খবর নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। সূত্র থেকে শোনা যাচ্ছে, সিদ্ধার্থ ও কিয়ারা আদবানিও নাকি বিচ্ছদের পথে হাঁটছেন।