প্রিয়ঙ্কা চোপড়া শাড়ির কালেকশনও নজর কাড়া। শাড়ি পরে দেশি গার্ল লুকে ফের নজর কাড়লেন প্রিয়ঙ্কা। অভিনেত্রীর স্টাইলিং মুগ্ধ করে ফ্যাশন বোদ্ধাদেরও। সম্প্রতি হলুদ রঙের শিফন শাড়িতে ধরা দিলেন । নিজের ইনস্টা-তেই শাড়ি পরে ছবি পোস্ট করেছেন। যার ক্যাপশনে লিখেছেন , শাড়ি শাড়ি নাইটস। শাড়ির সঙ্গে স্লিভলেস ব্লাউজ এবং ভারী জুয়েলারি পরেছেন প্রিয়ঙ্কা। গলায় চওড়া নেকলেস, হাতে চুড়ি এবং সবচাইতে নজর কেড়েছে প্রিয়ঙ্কার হাতের ব্যাগ।