Katrina-Vicky Wedding: ৬ লাখের রুমে রাত্রীবাস, বিয়ের ছবি শেয়ার হতেই ভাইরাল নেটপাড়ায়

হাজারো রাখ-ঢাকের পর অবশেষ সম্পর্ক নিয়ে কথা বললেন ক্যাটরিনা কাইফ। কিন্তু বি.য়ের আগের মুহূর্তে পর্যন্ত মুখে কুলুপ এঁটেছিলেন এই জুটি। একের পর একত সামনে আসা খবরকে মিথ্যে বলে অস্বীকার করেছিলেন। কিন্তু সবটাই সত্যি। এত সাজ সাজ রব যে মিথ্যে নয়, তা অবশেষে বিশ্বাস করল ভক্তমহল বৃহস্পতিবার সন্ধ্যের পর। নিজেই সুখবর সকলের সঙ্গে ভাগ করেনিলেন ক্যাট-ভিকি। 

Jayita Chandra | Published : Dec 10, 2021 2:30 AM IST / Updated: Dec 10 2021, 09:04 AM IST
111
Katrina-Vicky Wedding: ৬ লাখের রুমে রাত্রীবাস, বিয়ের ছবি শেয়ার হতেই ভাইরাল নেটপাড়ায়

গুগল বিয়ে দিয়েছিল আগেই। বৃহস্পতিবার সকাল থেকে ক্যাটরিনা ও ভিকির প্রোফাইল খুললেই চোখে পড়ছিল তাঁরা একে অন্যের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গিয়েছে। যদিও তখন রীতি মেনে পালন করা হচ্ছিল হলদি অনুষ্ঠান। ঝড়ের বেগে সেই খবর ভাইরাল হয়ে পড়ে নেট পাড়ায়। 

211

তা নিয়ে নানান মিম থেকে শুরু করে ট্রোলের পর অবশেষ সেই সংবাদেই সিলমোহর এই জুটির। হাজারো কড়াকড়ি বিয়ে ঘিরে, সন্ধ্যের পর এক মাত্র ছবি সামনে এসেছিল, দুর থেকে তোলা, ক্যাট ও ভিকি পাশাপাশি হাঁটছেন, তা নিয়েই মেতে ছিল ভক্তমহল। তবে এবার নিজেই সকলের কৌতুহল মেটালেন এই সেলেব। 

311

রাজকীয় বিয়ের আসর। ক্যাট ও ভিকি যে ঘরে রাত্রী বাস করলেন, তাঁর ভাড়া ৬ লক্ষ টাকা প্রতি রাতে। প্রথম থেকেই এই বিয়ে ঘিয়ে যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল, বৃহস্পতিবার রাত্রে তার অবসান ঘটিয়ে সামনে এলো অফিশিয়াল ছবি। সেখানেই দেখা গেল বিটাউনের নবদম্পতিকে।

411

রাজস্থানের বিয়ের আসর বলে কথা। প্রতিটা মুহূর্তেই এখন বিনোদন জগতে খবরের শিরোনামে একটাই আপডেট, ভিকি কৌশল (Vicky Kaushal) ও ক্যাটরিনা কাইফের (Katrina Kaif) বিয়ে। ঠিক কোন পর্যায়ে প্রস্তুতি কিভাবে সেজে উঠেছে বিয়ের আসর, সমস্ত তথ্য কড়া নজর নেট পাড়ার। ডিসেম্বর মাসের ৭ থেকে ৯ চলে সঙ্গীত (Sangeet) থেকে মেহেন্দির উৎসব, আর বিয়ে। 

511

ক্যাটরিনা কাইফের বিয়ের স্থান-কাল-পাত্র ফাঁস হবার পর এবার সামনে এসেছিল বিয়ের সাজ নিয়ে একাধিক তথ্য। সবই যেন অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। রাজস্থানে বিয়ে হচ্ছে, আর সেখানের কোনও স্পেশ্যাল টার্চ থাকবে না, তা কি হয়! একদমই নয়, আর তাই ট্র্যাডিশনাল মেহেন্দিতে সেজে উঠছেন ক্যাট।

611

সেলিব্রিটি বিয়ে বলে কথা, যার ফলে প্রস্তুতিতে নেহাতই কম নয় তা ভালই মালুম পাচ্ছে সকলে। আগে থেকেই ১০ জনের একটি টিম পৌঁছে গিয়েছিল রাজস্থান (Rajasthan), ভালো করে পরিকল্পনা করে নেওয়া হয়েচ্ছে কীভাবে এই বিশেষ দিনে সেজে উঠবে প্রাসাদ। 

711

এরই মাঝে মেহেন্দি নিয়ে সমস্ত প্রস্তুতি সেরে রেখেছিলেন ক্যাটরিনা কাইফ। সুজাত মেহেন্দিতে সেজে উঠবেন তিনি, ইচ্ছে ছিল তেমনটাই। বি টাউনে এই মেহেন্দি বেশ ফেমাস। সেলিব্রিটিরা এই মেহেন্দি ভীষণ রকম ভাবে পছন্দ করে থাকেন। যোধপুরের পালি থেকে অর্ডার করা হয় এই মেহেন্দি। সেই তালিকা থেকে বাদ পড়লেন না ক্যাটরিনা কাইফ। তড়িঘড়ি বুক করে ফেলেছিলেন এই মেহেন্দি।

811

যা পরে তিনি বিয়ের আসরে বসেছেন। আর এর মূল্য হলো প্রায় এক লক্ষ টাকা। কোন ডিজাইনটা পরবেন তিনি, তাও স্থির করে ফেলেছিলেন এই অভিনেত্রী। ভিকি কৌশল ও ক্যাটরিনার বিয়ে বলে কথা, আর সেই আসরে থাকবে না স্পেশ্যাল সেলিব্রেশন তা কি হয়! মঙ্গলবার থেকেই শুরু হল স্পেশ্যাল পার্ফমেন্স, ঝড়ের গতীতে ভাইরাল ক্যাটরিনা কইফ ও ভিকির বিয়ের যাবতীয় খবরাখবর।

911

অনেকটা ঠিক সিনেমার মত, সবটা এতই রাজকী.ভাবে সম্পন্ন হল যে, প্রতিটা খবর হয়ে উঠেছিল ভাইরাল। যত্নসহকারে সবটা মেটানোর পর অবশেষ ভক্তদের দরবারে এসে ছবি শেয়ার করলেন এই সেলেব। তাতেই কেমন্ট সেকশন ভরে উঠল শুভেচ্ছাবার্তায়। 

1011

শত শত রাখঢাকের পর অবশেষে সোশ্যাল মিডিয়ায় বিয়ের বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করেন ক্যাটরিনা কাইফ লিখলেন, 'আমাদের মনে থাকা দুজনের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার পরিণতি আজকের এই সন্ধ্যায় আমাদের এনে দাঁড় করিয়েছে। জীবনের নতুন সফর শুরু, সকলের ভালোবাসা ও আশীর্বাদ কামনা করি।'

1111

কমেন্ট বক্সে, এ কি বার্তা এককথায় কপি-পেস্ট করলেন ভিকি কৌশল। একই বার্তা তিনিও দিলেন ভক্তদের উদ্দেশ্যে। লিখলেন, 'আমাদের মনে থাকা দুজনের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার পরিণতি আজকের এই সন্ধ্যায় আমাদের এনে দাঁড় করিয়েছে। জীবনের নতুন সফর শুরু, সকলের ভালোবাসা ও আশীর্বাদ কামনা করি।'

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos