অনন্যা পান্ডে ও ইশান খাত্তরের ছবির গান মুক্তিতেই বিপত্তি ঘটেছিল, ডিসলাইকের ঝড়ে কাবু দুই স্টার। অনন্যা পান্ডেই হোক বা ইশান খাত্তর, নেপোটিজমের পাশে নেই আর নেটদুনিয়া। মুহূর্তে লাইকের ছয়গুণ বেড়ে যায় ডিজলাইক। তবে কারণ কী শুধুই জল্পনা, বর্তমানে সেই গল্প অতীত, এখন বলিউডে বেশ জায়গা করে নিয়েছে এই দুই স্টার।