যা পরে তিনি বিয়ের আসরে বসেছেন। আর এর মূল্য হলো প্রায় এক লক্ষ টাকা। কোন ডিজাইনটা পরবেন তিনি, তাও স্থির করে ফেলেছিলেন এই অভিনেত্রী। ভিকি কৌশল ও ক্যাটরিনার বিয়ে বলে কথা, আর সেই আসরে থাকবে না স্পেশ্যাল সেলিব্রেশন তা কি হয়! মঙ্গলবার থেকেই শুরু হল স্পেশ্যাল পার্ফমেন্স, ঝড়ের গতীতে ভাইরাল ক্যাটরিনা কইফ ও ভিকির বিয়ের যাবতীয় খবরাখবর, লক্ষ্যে এবার সঙ্গীত, সেখানে কোন চমক অপেক্ষায় অতিথিদের জন্য!