Katrina-Vicky Wedding: বিদেশে থেকে সেফ, পাঁচ থাকের কেক, ক্যাটের সঙ্গীতে এলো কত টাকার কেক

রাজস্থানের বিয়ের আসর বলে কথা। প্রতিটা মুহূর্তেই এখন বিনোদন জগতে খবরের শিরোনামে একটাই আপডেট, ভিকি কৌশল (Vicky Kaushal) ও ক্যাটরিনা কাইফের (Katrina Kaif) বিয়ে। ঠিক কোন পর্যায়ে প্রস্তুতি কিভাবে সেজে উঠেছে বিয়ের আসর, সমস্ত তথ্য কড়া নজর নেট পাড়ার। ডিসেম্বর মাসের ৭ থেকে ৯ চলে সঙ্গীত (Sangeet) থেকে মেহেন্দির উৎসব, আর বিয়ে। 

Jayita Chandra | Published : Dec 9, 2021 7:42 PM
19
Katrina-Vicky Wedding: বিদেশে থেকে সেফ, পাঁচ থাকের কেক, ক্যাটের সঙ্গীতে এলো কত টাকার কেক

ক্যাটরিনা কাইফের বিয়ের স্থান-কাল-পাত্র ফাঁস হবার পর এবার সামনে এসেছিল বিয়ের সাজ নিয়ে একাধিক তথ্য। সবই যেন অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। রাজস্থানে বিয়ে হচ্ছে, আর সেখানের কোনও স্পেশ্যাল টার্চ থাকবে না, তা কি হয়! একদমই নয়, আর তাই ট্র্যাডিশনাল মেহেন্দিতে সেজে উঠছেন ক্যাট।

29

সেলিব্রিটি বিয়ে বলে কথা, যার ফলে প্রস্তুতিতে নেহাতই কম নয় তা ভালই মালুম পাচ্ছে সকলে। আগে থেকেই ১০ জনের একটি টিম পৌঁছে গিয়েছিল রাজস্থান (Rajasthan), ভালো করে পরিকল্পনা করে নেওয়া হয়েচ্ছে কীভাবে এই বিশেষ দিনে সেজে উঠবে প্রাসাদ। 

39

এরই মাঝে মেহেন্দি নিয়ে সমস্ত প্রস্তুতি সেরে রেখেছিলেন ক্যাটরিনা কাইফ। সুজাত মেহেন্দিতে সেজে উঠবেন তিনি, ইচ্ছে ছিল তেমনটাই। বি টাউনে এই মেহেন্দি বেশ ফেমাস। সেলিব্রিটিরা এই মেহেন্দি ভীষণ রকম ভাবে পছন্দ করে থাকেন। যোধপুরের পালি থেকে অর্ডার করা হয় এই মেহেন্দি। সেই তালিকা থেকে বাদ পড়লেন না ক্যাটরিনা কাইফ। তড়িঘড়ি বুক করে ফেলেছিলেন এই মেহেন্দি।

49

যা পরে তিনি বিয়ের আসরে বসেছেন। আর এর মূল্য হলো প্রায় এক লক্ষ টাকা। কোন ডিজাইনটা পরবেন তিনি, তাও স্থির করে ফেলেছিলেন এই অভিনেত্রী। ভিকি কৌশল ও ক্যাটরিনার বিয়ে বলে কথা, আর সেই আসরে থাকবে না স্পেশ্যাল সেলিব্রেশন তা কি হয়! মঙ্গলবার থেকেই শুরু হল স্পেশ্যাল পার্ফমেন্স, ঝড়ের গতীতে ভাইরাল ক্যাটরিনা কইফ ও ভিকির বিয়ের যাবতীয় খবরাখবর, লক্ষ্যে এবার সঙ্গীত, সেখানে কোন চমক অপেক্ষায় অতিথিদের জন্য!

59

মঙ্গলবার থেকেই শুরু হয়ে গেছে গ্র্যান্ড সেরিমনি, একের পর এক অতিথিদের আসা শুরু হয়ে গিয়েছিল, বিমানবন্দর চত্বরে একের পর এক সেলেবদের দেখা মিলেছিল। সিনেমার পর্দায় কালা চশমা নেটে ঝড় তোলা ক্যাটরিনাবাস্তবেই নিজের সঙ্গীতে এই গানের সঙ্গে ডান্স করেছেন, সূত্রের খবর অনুযায়ী একমাস ধরেই চলেছিল এই রিহার্সাল ও প্রস্তুতি, তার সঙ্গে পায়ে পা মেলাবেন ভিকিও। 

69

লন্ডন-পঞ্জাবের বিয়ের আসর, দুই পরিবারের অনুষ্ঠানে যে বেশ আভিজাত্য থাকবে তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) বরাবরই বেশ খুঁতখুঁতে, তাই তাঁর বিয়েতে গালা সেলিব্রেশনে (Gala Celebration) একাধিক চমকে যে অতিথিদের তাক লাগবে, তা এক কথায় বলার অপেক্ষা রাখে না।

79

এদিন রাতেই ছিল পার্টির আয়োজন। সেখানেই সঙ্গীত উপলক্ষে হাজির করা হয় কেক। পাঁচ থাকের এই কেকের দাম শুনে চক্ষু চড়ক গাছ। ৪.৫ লাখের এই কেক কেটেই হয় সেলিব্রেশন। ইতালি থেকে সেফ এসে এই কেক তৈরে করেছিলেন। বিয়ের একের পর এক তথ্য নজর ছিল সকলের। অবশেষে সম্পন্ন সেই গ্র্যান্ড সেলিব্রেশন। বৃহস্পতিবার সাত পাকে বাঁধা পড়লেন ভিকি-ক্যাট। 

89

সেজে উঠেছে রাজস্থানে বিয়ের আসর (Wedding Planning)। সেখানেই স্পেশাল সেলিব্রেশনে একের পর এক চমক অপেক্ষায় রয়েছে অতিথিদের। ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) ও ভিকি কৌশল (Vicky Kaushal) দুই পরিবারের তরফ থেকে আয়োজন করা হয়েছিল বিশেষ অনুষ্ঠান। পাত্রপক্ষ ও পাত্রীপক্ষের মুখোমুখি সংগীত (Sangeet) পারফর্মেন্সের লড়াইও ছিল এদিন। 

99

ভিকি কৌশলকে দেখা যায় পাঞ্জাবী গানের সঙ্গে নাচ করতে। বেশ কিছুদিন ধরেই এই অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছিলেন সেলেব জুটি ও তাদের পরিবার। দুই পরিবারের তরফ থেকেই ছিল এদিন কিছু বিশেষ বিশেষ অনুষ্ঠান। কাটরিনা কাইফ ও ভিকি দু জনে সিং ইস কিং ছবি থেকে তেরি ওর গানের সঙ্গে পারফর্ম করেছেন বলেই সূত্রের খবর।  

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos