ক্যাটরিনা বিয়েতে বিশ্বাস করেন। বিয়ে, সন্তান, সবই হবে, কিন্তু কবে কখন কীভাবে, তা কারুর জানা নেই, তাই পরিস্থিতির জন্য তৈরি থাকাটা প্রয়োজন। এখানেই শেষ নয়, ক্যাটরিনা এদিন নিজের বিয়ে নিয়ে সেভাবে কিছু না বললেও, আকার ইঙ্গিতে বুঝিয়ে দেন তিনি বিয়ে করবেন, তবে পাত্রকে নিয়ে খোলাখুলি কোনও মন্তব্যকে এড়িয় যান ক্যাট।