৭০০ বছরের পুরোনো রাজস্থানের সোয়াই মাধোপুরের সিক্স সেন্স ফোর্ট বারওয়ারাতে বসেছিল ভিক্যাটেররাজকীয় বিয়ের আসর (Katrina-Vicky Married ) । পাওয়ার কাপলের রয়্যাল ওয়েডিং নিয়ে এখনও চর্চার শেষ নেই সংবাদমাধ্যমে।
210
গোপনীয়তা বজায় রাখার কোনও খামতিই রাখেননি ক্যাটরিনা ও ভিকি, কিন্তু সেই গোপনীয়তা কোনও কাজেই আসেনি তা সোশ্যাল মিডিয়াতেই স্পষ্ট। ক্যাট-ভিকির বিয়ের গোপনীয়তার (Katrina-Vicky Married মধ্যেও সোশ্যাল মিডিয়ায় সমস্ত ছবি ছড়িয়ে পড়েছে।
310
গত ৯ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়েছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। বলিউডের গ্র্যান্ড ওয়েডিংয়ের প্রতিটা মুহূর্তের ঝলক এখন সোশ্যাল মিডিয়ার হটকেক (Katrina-Vicky Married । কড়া নিরাপত্তার ঘেরাটোপে ভিক্যাটের বিবাহের প্রতিটা মুহূর্তই এখন নেটদুনিয়ায় ভাইরাল।
410
সম্প্রতি ভিক্যাটের হলদি সেরেমনির ছবিও ভাইরাল হয়েছে নেটপাড়ায়, যেখানে দেখা যাচ্ছে ভিকিকে কাছে টেনে নিয়ে সারা গায়ে হলুদ মাখাচ্ছেন (katrina kaif vicky kaushal haldi ) ক্যাটরিনা। ভিক্যাটের অন্তরঙ্গ আদুরে মুহূর্তে নিমেষে ভাইরাল।
510
ভিক্যাটের বিয়ের ঘোর যেন কাটছেই না। লাল লেহেঙ্গা পড়া বিয়ের প্রতিটা ছবি এখনও নেটপাড়া উত্তাপ বাড়াচ্ছে। এর মধ্যেই ভিক্যাটের হলদি এবং মেহেন্দি সেরিমনির প্রতিটা ছবি ভাইরাল হয়েছে (katrina kaif vicky kaushal haldi )।
610
বিয়ের আগে পর্যন্ত মুখে কুলুপ আটলেও বিয়ের পর একের পর এক ছবি শেয়ার করলেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। সম্প্রতি নিজেদের সোশ্যাল মিডিয়ায় হলদি ও মেহেন্দি সেরেমনির ছবি শেয়ার করেছেন বলিপাড়ার নবদম্পতি (katrina kaif vicky kaushal haldi ) ।
710
বিয়ের ছবির পর শনিবার সকাল সকাল একে অপরের কাছাকাছি হলুদ মাখানোর ছবি শেয়ার করতেই নিমেষে ভাইরাল হয়েছে (katrina kaif vicky kaushal haldi ) । ছবি শেয়ার করার মাত্র ১ ঘন্টার মধ্যেই গায়ে হলুদের ছবিতে ১০ লক্ষেরও বেশি লাইক পড়েছে।
810
ভিক্যাটের বিয়ের ঘোর যেন কাটছেই না। লাল লেহেঙ্গা পড়া বিয়ের প্রতিটা ছবি এখনও নেটপাড়া উত্তাপ বাড়াচ্ছে। এর মধ্যেই ভিক্যাটের হলদি এবং মেহেন্দি সেরিমনির প্রতিটা ছবি ভাইরাল হয়েছে (katrina kaif vicky kaushal haldi )।
সম্পর্কের কথা নিজেরা মুখে স্বীকার না করলেও তাদের গভীর ভালবাসাই প্রকাশ পাচ্ছে বিয়ের প্রতিটা অনুষ্ঠানে। গায়ে হলুদ থেকে বিয়ে প্রতিটা ছবিতেই ভালবাসা উজাড় করে দিয়েছেন ভিকি-ক্যাটের অনুরাগীরা (katrina kaif vicky kaushal haldi )।