অপেক্ষার অবসান দীর্ঘ ২১ বছরের। ২০০০ সালের পর ফের ২০২১ সালে ভারতীয় মেয়ে হারনাজ সান্ধুর মাথায় উঠল মিস ইউনিভার্সের খেতাব। ২০০০ সালে অভিনেত্রী লারা দত্তর খেতাব জেতার পর ২১ বছর পর ফের ভারতের মেয়ে হারনাজ সান্ধুর মাথায় উঠল মিস ইউনিভার্সের খেতাব। তবে তৃতীয় ভারতীয় সুন্দরী হারনাজ সান্ধুর আইকন হলেন গ্লোবাল আইকন প্রিয়ঙ্কা চোপড়া। সম্প্রতি মিস ইউনিভার্সের খেতাব জেতার পর হারনাজের একটি পুরোনো ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। সেখানেই প্রিয়ঙ্কার প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন হারনাজ সান্ধু ।
দীর্ঘ ২১ বছরের অপেক্ষা শেষ। ইজরায়েলে অনুষ্ঠিত ৭০ তম মিস ইউনিভার্স হলেন (Miss Universe 2021) ভারতের মেয়ে হারনাজ সান্ধু (Harnaaz Sandhu) । সুস্মিতা সেন, লারা দত্তর পর ২১ বছর বাদে তৃতীয় ভারতীয় সুন্দরী হলেন হারনাজ সান্ধু।
29
২০০০ সালের পর ফের ২০২১ সালে (Miss Universe 2021) চন্ডীগড়ের মেয়ে হারনাজ সান্ধুর মাথায় উঠল মিস ইউনিভার্সের মুকুট। ২০০০ সালে অভিনেত্রী লারা দত্তর খেতাব জেতার পর ২১ বছর পর ফের ভারতের মেয়ে হারনাজ সান্ধুর (Harnaaz Sandhu) মাথায় উঠল মিস ইউনিভার্সের খেতাব।
39
তবে জানেন কি তৃতীয় ভারতীয় সুন্দরী হারনাজ সান্ধুর আইকন কে? মিস ইউনিভার্স হারনাজ সান্ধুর আইকন হলেন গ্লোবাল আইকন প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra)। সম্প্রতি মিস ইউনিভার্সের খেতাব জেতার পর হারনাজের (Harnaaz Sandhu) একটি পুরোনো ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।
ভিডিওতে মিস ইউনিভার্স ২০২১ (Miss Universe 2021) হারনাজ সান্ধু (Harnaaz Sandhu) বলছেন, 'আমি প্রিয়ঙ্কা চোপড়াকে ভালবাসি। যাই হোক না কেন আমি তার কাছ থেকে অনেক কিছুই শিখতে পারি। তাই আমি সবসময়েই প্রিয়ঙ্কা চোপড়াকে বেছে নেব'।
হারনাজের এই জয়ে গোটা দেশ আজ গর্বিত। ব্রহ্মান্ড সুন্দরীর প্রতিযোগিতায় দীর্ঘ ২১ বছর পর দেশকে সাফল্য (Miss Universe 2021) এনে দেওয়ার পর নিজের মাতৃভাষাতেই প্রতিক্রিয়া জানিয়ে হারনাজ (Harnaaz Sandhu) বলেন 'চক দে ফট্টে ইন্ডিয়া'। গৌরবময় এই সোনালি মুহূর্ত আজ চোখে জল এনে দিয়েছে ভারতবাসীর
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।