চন্ডীগড়ের মেয়ে হারনাজ সান্ধুর (Harnaaz Sandhu) খেতাব জেতার পরই বিজয়ের মুহূর্ত শেয়ার করে প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra) শুভেচ্ছা জানিয়ে লেখেন, 'নতুন মিস ইউনিভার্স হলেন হারনাজ সান্ধু। মিস ইন্ডিয়া অভিনন্দন...২১ বছর পর মুকুট আসছে ঘরে। ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে প্রিয়ঙ্কার এই টুইট'।