Katrina-Vicky Married : একটি শর্তেই ভিকিকে বিয়ে করতে রাজি হন ক্যাট, ফাঁস করলেন ঘনিষ্ঠ বন্ধু

একদিকে সলমনের সঙ্গে ক্যাটের ঘনিষ্ঠতা, অন্যদিকে রণবীরের সঙ্গে ক্যাটরিনার গুজবে তোলপাড় হয়েছিল গোটা বি-টাউন। কেরিয়ারের শুরুতে দীর্ঘদিন বলিউডের ভাইজানের প্রেমে হাবুডুবু খেলেও টেকে নি সেই সম্পর্ক। তারপরই বলিউডের চকোলেট বয় রণবীর কাপুরের সঙ্গে প্রেমে মজেছিলেন ক্যাট। যদিও  এসব এখন অতীত। একাধিক সম্পর্ক থেকে বেরিয়ে টল-ডার্ক হ্যান্ডসাম হিরোকেই নিজের জীবনসঙ্গী হিসেব বেছে নিয়েছেন বলিউডের ক্যাট। তবে জানেন কি, বলিউডের এই উঠতি নায়কের সঙ্গে সংসার পাতবেন কিনা তা নিয়ে সংশয় ছিল ক্যাটের মনে। এই শর্তেই ভিকিকে বিয়ে করতে রাজি হন ক্যাট, কী সেই শর্ত, জানলে অবাক হবেন।
 

Riya Das | Published : Dec 14, 2021 11:21 AM IST
19
Katrina-Vicky Married : একটি শর্তেই ভিকিকে বিয়ে করতে রাজি হন ক্যাট, ফাঁস করলেন ঘনিষ্ঠ বন্ধু

বলিউডের প্রথমসারির টপমোস্ট হিরোদের সঙ্গে ক্যাটরিনা কাইফের প্রেমের গুঞ্জন নতুন নয়। কেরিয়ারের শুরুতেই সলমন খান এবং তারপর রণবীর কাপুরের সঙ্গে দীর্ঘ প্রেমের কেচ্ছা আজও চর্চিত (Katrina-Vicky Married) । 

29

যদিও এসব এখন অতীত। বলিউডের টল-ডার্ক-হ্যান্ডসাম ভিকির গলাতেই মালাটা দিয়েছেন ক্যাটরিনা কাইফ। রাজকীয় বিয়ের সাক্ষী থেকেছে বলিউড। গত ৯ ডিসেম্বর, ৭০০ বছরের পুরোনো রাজস্থানের সোয়াই মাধোপুরের সিক্স সেন্স ফোর্ট  বারওয়ারাতে বসেছিল ভিক্যাটেররাজকীয় বিয়ের আসর (Katrina-Vicky Married) । 

 

39

পাওয়ার কাপলের রয়্যাল ওয়েডিং নিয়ে এখনও চর্চার শেষ নেই সংবাদমাধ্যমে। কড়া নিরাপত্তার ঘেরাটোপে ভিক্যাটের বিবাহের প্রতিটা  মুহূর্তই এখন নেটদুনিয়ায় ভাইরাল। এর মধ্যেই সামনে এল এক বিস্ফোরক তথ্য (Katrina-Vicky Married)। 

 

49

বলিউডের উরি নায়কের প্রেমে কীভাবে পড়েছিলেন ক্যাট, কবে থেকে সম্পর্কের শুরু, কীভাবেই বা নিলেন বিয়ের সিদ্ধান্ত। ভিকি-ক্যাটের বিয়ের পরও (Katrina-Vicky Married) এসব নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া।

59

তবে জানেন কি, বলিউডের এই উঠতি নায়কের সঙ্গে সংসার পাতবেন কিনা তা নিয়ে সংশয় ছিল ক্যাটের মনে। এই শর্তেই ভিকিকে বিয়ে করতে রাজি হন ক্যাটরিনা কাইফ। এবং সেই শর্ত মনেই বলি নায়িকা নিজের স্ত্রী হিসেবে পেয়েছেন ভিকি কৌশল (Katrina-Vicky Married)।

69


ক্যাটের সঙ্গে রিলেশনশিপে জড়ানোর পর থেকেই তাকে বিয়ে করার স্বপ্ন দেখতে শুরু করেন ভিকি কৌশল। সেকথা অনেকেরই জানা (Katrina-Vicky Married)। সম্প্রতি ক্যাটের ঘনিষ্ঠ বন্ধু প্রথমসারির সংবাদমাধ্যমকে জানান, ওদের দেখা, প্রেম, বিয়ে সবটাই যেন খুব তাড়াতাড়ি হয়ে যায়।

79

তিনি আরও জানান, সম্পর্কের ২ মাসের মধ্যেই ভিকির মনে হয়েছিল তিনি ক্যাটরিনাকে বিয়ে করতে চান। কিন্তু ক্যাটরিনা তখনও পর্যন্ত ভিকিকে বিয়ে করতে রাজি ছিলেন না (Katrina-Vicky Married) । কারণ অতীত তখন আকড়ে ধরে ছিল ক্যাটকে। এবং সেইসময়েই ভিকির থেকে কিছুটা সময় চেয়ে নিয়েছিল। 

89

আর সেই সুযোগকে কাজে লাগিয়েই হাল ছাড়েনি ভিকি কৌশল। যেনতেন প্রকারে ক্যাটরিনাকে রাজি করিয়েছিল ভিকি (Katrina-Vicky Married) । শেষমেষ বিয়ে করতে রাজি হয়ে যান। কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগে একটি শর্ত রাখেন ক্যাটরিনা কাইফ।

99

ক্যাটরিনা বিয়ের আগে ভিকিকে বলেন, ভিকির কাছ থেকে তিনি যতটা ভালবাসা পাবেন ঠিক ততটাই তার মা ও বোনেদের ভালবাসতে হবে (Katrina-Vicky Married)। প্রেমিকার এই ছোট্ট শর্তই মাথা পেতে মেনে নিয়েছিল। তারপরই ভিকির হাত ধরে ছাদনাতলায় পৌঁছায় বলিউডের ক্যাট।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos