কালারিং সুইমস্যুটে গর্জিয়াস ক্যাটরিনা, হোলির আগেই সুপারহট লুকে শরীরী মোচড় ভিকি ঘরনির

বাঙালির বারো মাসে তোরো পর্বনের মধ্যে অন্যতম বড় উৎসব হল দোলযাত্রা উৎসব। ছোট থেকে বড় এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন। কবে আসবে এই দিন।  বাঙালির দোল আর অবাঙালির হোলি, রঙের উৎসবে মেতে ওঠেন সকলেই। চলতি বছরে ১৮ মার্চ দোলযাত্রা উৎসব। হাতে আর মাত্র একদিন, তারপর দোল উৎসব। এবার হোলির  (Holi 2022) আগেই নিজেকে আমূল বদলে ফেললেন ক্যাটরিনা কাইফ (Katrina Kaif )  । একেবারে কালারফুল লুকে নিজেকে অন্য রূপে ধরা দিলেন ভিকি ঘরনি। বিয়ের পর থেকেই চেহারায় পরিবর্তন এসেছে ক্যাটের। হোলির আগেই নতুন ফোটেশ্যুটে ক্যাটের কিলার লুক ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।পরনে গোলাপি রঙের স্প্যাগেটি টপের সঙ্গে ম্যাচ গোলাপি রঙের বিকিনি বটম  পরেছেন ক্যাট। তার উপর কমলা রঙের জ্যাকেট, মাথায় বাধা স্কার্ফ, চোখে সানগ্লাস পরে কুল লুকে ধরা দিয়েছেন ক্যাটরিনা। হোলির এই লেটেস্ট গর্জিয়াস লুকে ভিকি ঘরনিকে দেখে পাগল হয়েছেন ভক্তরা। একঝলকে দেখে নিন ক্যাটের কালারফুল ছবিগুলি।

Riya Das | Published : Mar 17, 2022 1:59 PM
111
কালারিং সুইমস্যুটে গর্জিয়াস ক্যাটরিনা, হোলির আগেই সুপারহট লুকে শরীরী মোচড় ভিকি ঘরনির

বলিউডের হট অ্যান্ড হ্যাপেনিং কাপল ভিকি-কৌশল এবং ক্যাটরিনা কাইফকে (Katrina Kaif ) নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে।  রাজকীয় বিয়ের রেশ খানিকটা কাটলেও তাদের বিবাহিত জীবন কেমন কাটছে তা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা।  বিয়ের কিছুদিনের মধ্যেই কাজে ফিরেছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। যার ফলে ঠিক চুটিয়ে সংসারটা যেন হচ্ছে না ভিক্যাটের। 

211

বিয়ের সপ্তাখানেকের মধ্যে মধ্যপ্রদেশে চলে আসেন ভিকি কৌশল। ক্যাটরিনা  (Katrina Kaif ) ছিলেন জুহুর বাড়িতে। কিছুদিন আগেই ইন্দোরে এসে স্বামীর সঙ্গে দেখাও করে গিয়েছেন ক্যাটরিনা কাইফ। সেই ছবিও ধরা পড়েছিল ক্যামেরায়। বিয়ের পর প্রথম ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করতে একে অপরের সঙ্গে ধরা দিয়েছিলেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। 

311

এবার হোলির আগেই নিজেকে আমূল বদলে ফেললেন ক্যাটরিনা কাইফ (Katrina Kaif )। একেবারে কালারফুল লুকে নিজেকে অন্য রূপে ধরা দিলেন ভিকি ঘরনি। বিয়ের পর থেকেই চেহারায় পরিবর্তন এসেছে ক্যাটের। হোলির আগেই নতুন ফোটেশ্যুটে ক্যাটের কিলার লুক ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।

411


পরনে গোলাপি রঙের স্প্যাগেটি টপের সঙ্গে ম্যাচ গোলাপি রঙের বিকিনি বটম  পরেছেন ক্যাট (Katrina Kaif )। তার উপর কমলা রঙের জ্যাকেট, মাথায় বাধা স্কার্ফ, চোখে সানগ্লাস পরে কুল লুকে ধরা দিয়েছেন ক্যাটরিনা। হোলির এই লেটেস্ট গর্জিয়াস লুকে ভিকি ঘরনিকে দেখে পাগল হয়েছেন ভক্তরা। 

511

ভিকি ঘরনি ক্যাটকে (Katrina Kaif )  ঘিরে উত্তেজনার পারদ সর্বদাই তুঙ্গে। তার উপর আবার বিয়ের পর প্রথম হোলি উদযাপন ভিকি ও ক্যাটের। প্রথম বছর কীভাবে হোলি  সেলিব্রেট করবেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল তা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। 

611

ক্যাটরিনার (Katrina Kaif )নতুন ফোটোশ্যুট দেখে নেটিজেনরা সকলেই মুগ্ধ হয়েছেন। বিয়ের পর এমন কালারফুল লুকে এই প্রথম ধরা দিলেন ভিকি ঘরনি। গোলাপি বিকিনি ড্রেসের সঙ্গে কমলা জ্যাকেট, মাথায় ব্যান্ডানা সব মিলিয়ে যেন পুরো অন্যরকম ভাবে নিজেকে মেলে ধরেছেন অভিনেত্রী।

711

ফ্ল্যাট অ্যাবস, মারকাটারি টোনড ফিগারে সর্বদাই শিহরণ জাগাতে ব্যস্ত ক্যাটরিনা কাইফ  (Katrina Kaif ) । গরমের সামার লুকে নেটপাড়ায়  উষ্ণতার পারদ চড়িয়েছেন ক্যাটরিনা কাইফ। নিজেকে কীভাবে স্পেশ্যাল করে তোলা যায় তার উপায়ও বাতলালেন বলিউডের ক্যাট লেডি। ঝড়ের গতিতে ছবিগুলি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
 

811

গোলাপি ও কমলা রঙের রঙিন পোশাকের সঙ্গে গলায় ট্রেন্ডি নেকপিসে নজর আটকেছে নেটিজেনদের। এর পাশাপাশি কালো সানগ্লাসে আরও বেশি গর্জিয়াস লাগছে ক্যাটরিনাকে (Katrina Kaif )। বলি ডিভার লেটেস্ট ফোটোশ্যুট ঝড় তুলেছে নিমেষের  মধ্যে।

911

নিজের সোশ্যাল মিডিয়ায় ফোটোগুলি শেয়ার করতেই  লাইক ও কমেন্টের সংখ্যা হু হু করে বেড়ে গেছে। মাত্র ১ ঘন্টার মধ্যে লক্ষ লক্ষ লাইকে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। অভিনেত্রীরব ছবিতেও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা (Katrina Kaif )।

1011


হোলির আগেই যে ধামাকা দিয়েছেন ক্যাটরিনা কাইফ  (Katrina Kaif ) তাতেই যা অবস্থা অনুরাগীদের এবার হোলির পরবর্তী ধামাকা দেখার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। হোলি সেলিব্রেশনের ছবি দেখার জন্যই অপেক্ষায় রয়েছেন ক্যাট ভক্তরা।
 

1111

ক্যাটরিনা (Katrina Kaif ) কাইফের এই ছবিগুলি ছাড়াও ভিকি কৌশলের সঙ্গেও রোম্যান্টিক পোজে দেখা গিয়েছে বলি ডিভাকে। যেখানে ভিকির কাঁধে মাথা রেখে রিল্যাক্স মুডে দেখা গিয়েছে ক্যাটরিনাকে। ক্যাট-ভিকির এই ছবি দেখেই ভালবাসা উজাড় করে দিয়েছেন ভক্তরা।শীঘ্রই বিজয় সেতুপতির সঙ্গে মেরি ক্রিসমাস ছবির কাজ শুরু করবেন ক্যাটরিনা কাইফ । সম্প্রতি  সলমন খানের সঙ্গে টাইগার ৩-র ছবির প্রথম টিজারে ঝড় তুলেছেন ক্যাটরিনা কাইফ।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos