পরনে গোলাপি রঙের স্প্যাগেটি টপের সঙ্গে ম্যাচ গোলাপি রঙের বিকিনি বটম পরেছেন ক্যাট (Katrina Kaif )। তার উপর কমলা রঙের জ্যাকেট, মাথায় বাধা স্কার্ফ, চোখে সানগ্লাস পরে কুল লুকে ধরা দিয়েছেন ক্যাটরিনা। হোলির এই লেটেস্ট গর্জিয়াস লুকে ভিকি ঘরনিকে দেখে পাগল হয়েছেন ভক্তরা।