করণ-এর শো-তে ইতিমধ্যেই একাধিক তারকার ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে। এবং করণ জোহরও সবসময়েই তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে নানা প্রশ্ন করেন। তার মধ্যে যৌনজীবন ও সম্পর্কই বেশি প্রাধান্য পায়। এবার 'কফি উইফ করণ'-এর দশম এপিসোডের অতিথি হলেন ক্যাটরিনা কাইফ,ঈশান খট্টর, সিদ্ধান্ত চতুর্বেদী।