বি-টাউনের মোস্ট পপুলার ব্যাচেলর সলমন খান। সম্প্রতি পুরোনো একটি ঘটনা আবারও ভাইরাল হয়েছে। উদারতা নিয়ে জনপ্রিয়তা পেলেও তার রাগের জন্যও বিশেষ পরিচিতি রয়েছে সলমনের। একটি পাবে গিয়ে রণবীর কাপুরকে প্রকাশ্যেই সপাটে চড় মেরেছিলেন সলমন। সকলেই ভেবেছিলেন ক্যাটরিনার কারণেই তাদের মধ্যে ঝামেলার সৃষ্টি হয়েছিল। কী কারণে কাপুর পরিবারের ছেলের গায়ে হাত উঠিয়েছিলেন সলমন, যার কারণে ছেলের হয়ে ক্ষমা চেয়েছিলেন বাবা সেলিম।
সম্পর্ক, বিচ্ছেদ, মারামারি, হুমকি এই সব বিষয়েই পেজ থ্রি-র শিরোনামে থাকেন সলমন খান।
29
তখনও পর্যন্ত রণবীর কাপুর তারকা হননি। সূত্র থেকে জানা গেছে, দাবাং ও রেডি -র মতো ব্যাক টু ব্যাক ব্লকব্লাস্টার ছবি উপহার দেওয়ার পর সঞ্জয় দত্তর সঙ্গে মুম্বইয়ের একটি পাবে পার্টিতে মত্ত ছিলেন সলমন।
39
সেই পাবটিতে রণবীর কাপুরও তার বন্ধুদের নিয়ে সেখানে উপস্থিত ছিলেন। এর পরেই সলমন ও রণবীরের মধ্যে কোনও একটি বিষয় নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। এমনকী পাবের মাঝখানেই দুজনে হাতাহাতিও শুরু করে দিয়েছিলেন।
49
এক কথার থেকে অন্য কথা বাড়তেই ঝামেলা আরও বেড়ে যায়। এবং সলমনের ক্ষোভও নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তারপরেই রেগে গিয়ে রণবীরকে সপাটে চড় মারেন সলমন।
59
ঝামেলা এতটাই বেড়ে গিয়েছিল যে মাঝে সঞ্জয় দত্ত এসে দুজনকে আলাদা করেছিল, এবং রণবীর কাপুরও পাব ছেড়ে বেরিয়ে গিয়েছিল।
69
সূত্র থেকে পরে জানা গেছে, সলমন খানের বাবা সেলিম খান পরে ঋষি কাপুরের কাছে ছেলের হয়ে ক্ষমা প্রার্থনা করে একটি চিঠিও পাঠিয়েছিলেন।
79
তারপর থেকেই সলমন ও রণবীরের সম্পর্ক ঠিকঠাক ছিল না। তারপরই এই ঝগড়াই নয়া মোড় নেয় ক্যাটরিনা কাইফের এন্ট্রি।
89
একদিকে সলমনের সঙ্গে ক্যাটের ঘনিষ্ঠতা, অন্যদিকে রণবীরের সঙ্গে ক্যাটরিনার গুজবে তোলপাড় হয়েছিল গোটা বি-টাউন।
99
যদিও সলমন কিংবা রণবীর কারোর সঙ্গে সম্পর্ক বেশিদিন টেকেনি ক্যাটরিনা কাইফের।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।