বিয়ের পর হলদি, হলদি উপর মেহেন্দি, ধাপে ধাপে ছবি সামনে এসেছে সকলের কাছে। সেখানে আবার ভিকির বাবার সঙ্গে জমিয়ে নাচতে দেখা যায় ক্যাটরিনাকে। এবার সামনে এলো বেশ কিছু রোমান্টিক মুহূর্ত। রাজস্থানের বিয়ের আসর বলে কথা। প্রতিটা মুহূর্তেই এখন বিনোদন জগতে খবরের শিরোনামে একটাই আপডেট, ভিকি কৌশল (Vicky Kaushal) ও ক্যাটরিনা কাইফের (Katrina Kaif) বিয়ে।