কেক কেটে গ্র্যান্ড লঞ্চ, খাতরো কে খিলাড়ি-র নতুন সিজন ঘিরে উত্তেজনা তুঙ্গে

Published : Jul 08, 2021, 10:02 PM IST

খাতরো কে খিলাড়ি, এক কথায় বলতে গেলে এই রিয়ালিটি শো-এর জনপ্রিয়তা তুঙ্গে, কবে আসবে নতুন সিজন, তার অপেক্ষায় দিনগুণছিলেন ভক্তমহল। এবার সেই অপেক্ষার পালা শেষ। আসতে চলেছে খাতরো কে খিলাড়ি সিজন ১১। ৮ জুলাই তারই গ্র্যান্ড লঞ্চে হাজির প্রতিযোগীসহ সঞ্চালক রোহিত শেট্টি। 

PREV
16
কেক কেটে গ্র্যান্ড লঞ্চ, খাতরো কে খিলাড়ি-র নতুন সিজন ঘিরে উত্তেজনা তুঙ্গে

একের পর এক স্টান্ট, পাশাপাশি নানান মজাদার ঘটনায় ভরপুর এই রিয়ালিটি শো তরুণ প্রজন্মের কাছে দারুণ এক আকর্ষণের জায়গা। 

26

প্রতি নিয়ত একের পর এক স্টান্টের চ্যালেঞ্চ কীভাবে সামলে উঠছেন প্রতিযোগীরা, তা দেখার অপেক্ষাতেই দিনগোন। 

36

এই শো লঞ্চের স্টেজে এদিন জায়গা করেনিল আস্থা গল, সানা মকবুল ও শ্বেতা তিওয়ারি। 

46

এদিন স্টেজে নজর কাড়ে নিকিতা তামবলি। তাঁর উপস্থাপনাতেই এদিন ঝড় ওঠে শো-তে। 

56

এই শো-এর সব থেকে তরুন প্রতিযোগী হলেন অনুষ্কা সেন। 

66

শো-এর কালো পোশাকের একঘেয়েমি বদলে অন্যলুকে এদিন ধরা দিলেন শ্বেতা তিওয়ারি। স্পোর্টস লুকে বরুন সুদ। ১৭ জুলাই থেকে এই শো সম্প্রচারিত হবে। 

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories