চলচ্চিত্র প্রযোজক বনি কাপুরের ছোট মেয়ে এবং জাহ্নবী কাপুরের বোন, অভিনেতা খুশি কাপুর এখনও হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাঁর আত্মকপ্রকাশ ঘটাননি। কিন্তু ইন্টারনেট অলরেডি দাপিয়ে বেড়াচ্ছেন তিনি। তাঁর বড় বোনের পদাঙ্কে হেঁটে, খুশিও তাঁর হটনেস ছড়িয়ে ইন্টারনেটে ঝড় তুলেছেন। শীঘ্রই বলিউডে অভিষেক ঘটবে তাঁর, তার আগেই তাঁর সর্বশেষ ইনস্টাগ্রাম ছবিগুলি রীতিমত চর্চার বিষয় হয়ে উঠেছে।