সম্প্রতি বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ছবিতেই হুবহু কিয়ারার সঙ্গে তার মিল রয়েছে। বিষয়টি নিয়ে রীতিমতো উত্তাল হয়েছে সোশ্যাল মিডিয়া।
49
কিয়ারার যমজ বোন হিসেবে যাকে ভাবা হচ্ছে তিনি আসলে অভিনেত্রীর বোন নয়, কিন্তু তাকে নিঃসন্দেহেই কিয়ারার যমজ বলাই যায়। কারণ কিয়ারার সঙ্গে তার হুবহু মিল পেয়েছেন নেটিজেনরা।
59
এই বিশ্বে একই রকম চেহারার মানুষ আশেপাশেই রয়েছে আমাদের। আর তার যদি প্রিয় তারকাদের মতো দেখতে হয় তাহলে তা নিয়ে উত্তেজিত নেটিজেনরা। আপাতত সোশ্যাল মিডিয়ায় ডাঃ ঐশ্বর্য নামেই ভাইরাল এই মেয়ে।
69
তবে এই প্রথম নয় এর আগেও ঐশ্বর্য, সলমন, শাহরুখের মতো একাধিক তারকাদের লুকঅ্যালাইকের খোঁজ পেয়েছিলেন নেটিজেনরা। এবার সেই তালিকায় চলে এলেন কিয়ারা আদবানি।
79
চলতি সপ্তাহেই শেরশাহ ছবির একটি ডায়লগ রিল ভিডিও বানিয়েছিলেন ঐশ্বর্য। তা ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। প্রায় সাড়ে চার লক্ষেরও বেশি মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন।
89
তবে কিয়ারার ভক্তরা রীতিমতো ভিড়মি খাচ্ছেন এই হামশকল দেখে। কমেন্টে অনেকেই লিখেছেন, 'কিয়ারা নাকি নিজেও চিনতে ভুল করবেন এই ভিডিও দেখলে'। কেউ আবার লিখেছেন 'কিয়ারা আডবানি ২.০'।
99
পেশায় ডেন্টিস ঐশ্বর্য। বর্তমানে তাকে নিয়ে নেটিজেনদের মধ্যে উত্তেজনা বাড়ছে। প্রথম দেখাতেই কেউ বুঝতেই পারবেন না কাকে দেখছেন। সোশ্যাল মিডিয়ায় রাতারাতি লাইমলাইটে উঠে এসেছেন ডাঃ ঐশ্বর্য।