বেশ দীর্ঘদিন বড়পর্দা থেকে দূরে রয়েছেন করিশ্মা বলিউড অভিনেত্রী কাপুর। অভিজাত-রক্ষণশীল পরিবারে জন্ম হয়েও মা ববিতার হাত ধরেই রূপোলি পর্দায় পা রাখেন করিশ্মা কাপুর। অভিনয় দক্ষতা দিয়ে বি-টাউনে নিজেকে প্রমাণ করে চূড়ান্ত সফলতা পান পেশাগত জীবনে। তারপরেই কেরিয়ারের মধ্যগগণে ব্য়বসায়ী সঞ্জয় কাপুরকে বিয়ে করে বড়পর্দা থেকে অনেকটাই সরে যায় করিশ্মা। পরে কামব্যাক করলেও সেই সফলতা পাননি অভিনেত্রী। বর্তমানে হাতে নেই কোনও ছবি, আয়ও অনেকটাই কম। তাও কীভাবে এত বিলাসবহুল জীবনযাত্রা খরচ চালান করিশ্মা, জানলে অবাক হবেন।