দিশা নয়, স্কুলে পড়াকালিনই এই অভিনেত্রীকে স্টক করতেন টাইগার, আজ দুজনে কো-স্টার

Published : Sep 21, 2021, 11:11 AM IST

টাইগার ও দিশার প্রেমকাহিনির কথা গত দেড় বছর ধরেই ছড়িয়ে পড়েছিল বিটাউনে। বাঘি ২ জুটি একে অন্যের সঙ্গে ডেটও করেছিলেন বেশ কয়েকবার। পোজ দিয়ে ফ্রেমবন্দি হওয়া থেকে শুরু করে সম্ভাব্য আংটি বদল, সবই করেছিলেন তাঁরা। তবে সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি। কিছুদিন পরে আসে বিচ্ছেদের খবর, তবে বর্তমানে াবারও তাঁরা এক। 

PREV
110
দিশা নয়, স্কুলে পড়াকালিনই এই অভিনেত্রীকে স্টক করতেন টাইগার, আজ দুজনে কো-স্টার

২০১৯ থেকেই টাইগার শ্রফের লাভ লাইফ খবরের শিরোনামে। জ্যাকি পুত্র কার প্রেমে হাবুডুবু খাচ্ছেন সেই প্রশ্নের উত্তর মিলেছিল বছর দেড়েক আগেই।

210

দিশা পাটানিকেই বিয়ে করতে চলেছেন টাইগার শ্রফ। নেট দুনিয়ায় একাধিক ছবি পোস্ট থেকে শুরু করে তাঁদের বাক্যালাপ তারই প্রমাণ দিয়েছিল।

310

তবে সেই সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি। কিছুদিনের মধ্যেই সামনে আসে তাঁদের মধ্যে সম্পর্কের বিচ্ছেদ ঘটেছে।

410

এরপরই সামনে আসে শ্রদ্ধা কাপুরের নাম। তবে কোনও জল্পনা নয়, টাইগার এবার নিজে মুখেই জানালেন সেই কথা ছবির প্রমোশনে।

510

ছোট থেকেই শ্রদ্ধা প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন টাইগার। কিন্তু কোনও দিনই সাহস করে বলে উঠতে পারেননি। তাও তিনি জানান।

610

বাঘি ৩ মুক্তির আগে এক সাক্ষাৎকারে নিজের মনে কথা খুলে বললেন টাইগার শ্রফ। জানালেন ছোট থেকেই মনে কোনে শ্রদ্ধার বাস।

710

স্কুল থেকেই শুরু ভালোলাগা। সেখানে নাকি প্রতিদিন নিজের চুল উড়িয়ে হাজির হতেন শ্রদ্ধা, তখন থেকেই টাইগার তাঁর ফ্যান।

810

তবে এই বিষয় কিছুই জানতেন না শ্রদ্ধা কাপুর। ছবির প্রমোশনে টাইগারের মুখেই প্রথম এই কথা শুনলেন তিনি। তা স্পষ্ট করে দেন শ্রদ্ধা। 

910

একসঙ্গে ছবি করেছেন তাঁরা, দুজনের মধ্যে বন্ধুত্বের সম্পর্কও গাঢ়। তবে কেন আগেই টাইগার বলেননি এই কথা, সেই প্রশ্নও তোলেন শ্রদ্ধা।

1010

তবে বর্তমানে তা অতীত, এখন টাইগার আবারও ডুবদিয়েছেন দিশার প্রেমে। দুজনে এখন চুটিয়ে উপভোগ করছেন লাভলাইফ। 

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories